প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!
শান্তিরবাজারে ক্রিকেট চ্যাম্পিয়ন জগন্নাথ পাড়া!!

অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে জগন্নাথপাড়া প্লে সেন্টার আট উইকেটে মুহুরিপুর জনকল্যাণ সমিতিকে হারায়। জনকল্যাণ সমিতি প্রথমে ব্যাট করে ১৭.৩ ওভারে মাত্র ৯৫ রান করে। জবাবে জগন্নাথপাড়া প্লে সেন্টার ১২ ওভারে দুই উইকেটে ৯৬ রান তুলে নেয়। মূলত ব্যাটিং লাইনের দুর্বলতার কারণে ম্যাচটা এত বড় ব্যবধানে হারতে হলো জনকল্যাণ সমিতিকে। তাতে লো স্কোরিং ম্যাচে সহজে জয় তুলে নেয় জগন্নাথপাড়া প্লে সেন্টার। চারটি টিমকে নিয়ে গত ২৬ মার্চ থেকে শান্তিরবাজারে শুরু হয়েছিল সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টটি। লীগ ভিত্তিতে খেলা হয়েছে। এতে লীগের সর্বাধিক পয়েন্টের ভিত্তিতে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার। রানার্স আপ হলো জনকল্যাণ সমিতি। গতবছর এই টুর্নামেন্টটিতে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রো জইন এমথু। রানার্স রেক্স ক্লাব। এদিন জগন্নাথপাড়া প্লে সেন্টার টসে জিতে প্রথমে জনকল্যাণ সমিতিকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। জনকল্যাণ সমিতি প্রথমে ব্যাট করে ১৭.৩ ওভার খেলে মাত্র ৯৫ রান করে। জয়ের জন্য জগন্নাথপাড়া প্লে সেন্টারের সামনে ৯৬ রানের টার্গেট তুলে দেয়। ব্যাট হাতে জনকল্যাণ সমিতি টিমের হয়ে অভিজিৎ মিত্র ২৮ ও জনক রিয়াং ১৭ রান করে। বাকি ব্যাটসম্যানরা কেউই দুই সংখ্যার ঘরে রান তুলতে পারেনি। বোলিংয়ে জগন্নাথপাড়া প্লে সেন্টারের প্রসেনজিৎ বিশ্বাস ১৬ রানে তিনটি, অপূর্ব বিশ্বাস ২১ রানে দুটি ও অনুরাগ দেবনাথ ১০ রানে দুটি উইকেট নেয়। জবাবে ব্যাট করতে নেমে জগন্নাথপাড়া প্লে সেন্টার ১২ ওভারে ২ উইকেটে জয়ের ৯৬ রান তুলে নেয়। ব্যাটে সৌরভ পাল ৪১, রাহুল হোসেন ২৯ ও গোবিন্দ মজুমদার ১৯ রান করে। বোলিংয়ে জনকল্যাণ সমিতি টিমের শোভম বিশ্বাস ও সান্টু মজুমদার একটি করে উইকেট তোলে।