অনলাইন প্রতিনিধি :- রবিবার রাখাল শিল্ডের ফাইনাল ম্যাচ শেষে মাঠেই হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। টিএফএর সভাপতি প্রণব সরকার, স্পন্সরার মেডিকেডস রেডক্লিফ ল্যাবের কর্ণধার কিশলয় ঘোষ, টিএফএর সচিব অমিত চৌধুরী সহ প্রমুখ। চ্যাম্পিয়ন টিম এগিয়ে চলো সংঘ এবং রানার্স টিম রামকৃষ্ণ ক্লাবের হাতে যথাক্রমে ৪০ হাজার ও ৩০ হাজার টাকা প্রাইজমানিও ট্রফি তুলে দেন মুখ্যমন্ত্রী। বেস্ট প্লেয়ার এগিয়ে চলো সংঘের গোলরক্ষক বুদ্ধ দেববর্মার হাতে ট্রফি তুলে দেন বিজলি ভৌমিক।
নিউজ প্রাইম ত্রিপুরা বেস্ট ফুটবলারের পুরস্কার ট্রফি স্পন্সর করেছে। মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, শিল্ডের ফাইনাল জমজমাটপূর্ণ খেলা হয়েছে। দুটো টিমই ভালো খেলা উপহার দিয়েছে। দুটো টিমকেই অভিনন্দন জানাচ্ছি। ফুটবল হলো সব খেলার রাজা। খেলাধুলার মাধ্যমে শারীরিক, মানসিক শৃঙ্খলা আসে। আজ মাঠে উত্তেজনা হয়েছে। তবে খেলাশেষে প্লেয়াররা সবাই একসাথে হয়েছে ও আনন্দ করেছে। এটাই ভালো বিষয়। ফুটবলের এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের জন্য ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আগামীদিনে আরও বেশি করে খেলাধুলার আয়োজন করবে। কোভিডের পর আজ অনেকদিন পর মাঠে অনেক দর্শক এসেছে। আগামী দিনেও দর্শকরা মাঠে আসবেন এবং খেলোয়াড়দের উৎসাহিত করবেন সেই প্রত্যাশা করছি। এদিকে, রাখাল শিল্ডে ফুটবল টুর্নামেন্ট সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় আরক্ষা দপ্তর, রেফারি, স্পন্সরার, মিডিয়া এবং মাঠে আসা দর্শক প্রত্যেককেই ধন্যবাদ জানিয়েছেন টিএফএর রাখাল শিল্ড নক আউট ফুটবল কমিটির সচিব কৃষ্ণপদ সরকার।
অনলাইন প্রতিনিধি :-বুধবার পাকিস্তানের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত বরাবর বড়সড় মহড়া দিতে চলেছে ভারতের বায়ুসেনা।…
অনলাইন প্রতিনিধি :-একদিকে আর্থিক সংকট অপরদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল…
অনলাইন প্রতিনিধি :এবছর কমলপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৩৮০ নম্বর…
অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…
বিয়ের ছয়দিনের মাথায়, মধুচন্দ্রিমা যাপনে গিয়ে চোখের সামনে জঙ্গিদের বুলেটে স্বামীকে হারানো স্ত্রীর বুকফাটা কান্না…
দৈনিক সংবাদ অনলাইন :-বর্তমানে সারা বিশ্বের প্রতিদিনে খাদ্য তালিকা খাদ্যের আঁশের ওপর বেশ জোর দেওয়া…