অনলাইন প্রতিনিধি :- রবিবার রাখাল শিল্ডের ফাইনাল ম্যাচ শেষে মাঠেই হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। টিএফএর সভাপতি প্রণব সরকার, স্পন্সরার মেডিকেডস রেডক্লিফ ল্যাবের কর্ণধার কিশলয় ঘোষ, টিএফএর সচিব অমিত চৌধুরী সহ প্রমুখ। চ্যাম্পিয়ন টিম এগিয়ে চলো সংঘ এবং রানার্স টিম রামকৃষ্ণ ক্লাবের হাতে যথাক্রমে ৪০ হাজার ও ৩০ হাজার টাকা প্রাইজমানিও ট্রফি তুলে দেন মুখ্যমন্ত্রী। বেস্ট প্লেয়ার এগিয়ে চলো সংঘের গোলরক্ষক বুদ্ধ দেববর্মার হাতে ট্রফি তুলে দেন বিজলি ভৌমিক।
নিউজ প্রাইম ত্রিপুরা বেস্ট ফুটবলারের পুরস্কার ট্রফি স্পন্সর করেছে। মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, শিল্ডের ফাইনাল জমজমাটপূর্ণ খেলা হয়েছে। দুটো টিমই ভালো খেলা উপহার দিয়েছে। দুটো টিমকেই অভিনন্দন জানাচ্ছি। ফুটবল হলো সব খেলার রাজা। খেলাধুলার মাধ্যমে শারীরিক, মানসিক শৃঙ্খলা আসে। আজ মাঠে উত্তেজনা হয়েছে। তবে খেলাশেষে প্লেয়াররা সবাই একসাথে হয়েছে ও আনন্দ করেছে। এটাই ভালো বিষয়। ফুটবলের এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের জন্য ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আগামীদিনে আরও বেশি করে খেলাধুলার আয়োজন করবে। কোভিডের পর আজ অনেকদিন পর মাঠে অনেক দর্শক এসেছে। আগামী দিনেও দর্শকরা মাঠে আসবেন এবং খেলোয়াড়দের উৎসাহিত করবেন সেই প্রত্যাশা করছি। এদিকে, রাখাল শিল্ডে ফুটবল টুর্নামেন্ট সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় আরক্ষা দপ্তর, রেফারি, স্পন্সরার, মিডিয়া এবং মাঠে আসা দর্শক প্রত্যেককেই ধন্যবাদ জানিয়েছেন টিএফএর রাখাল শিল্ড নক আউট ফুটবল কমিটির সচিব কৃষ্ণপদ সরকার।
অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…
অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…