Categories: বিনোদন

শাহরুকের নতুন সিনেমা, ফ্যানেদের উত্তেজনা তুঙ্গে

এই খবর শেয়ার করুন (Share this news)

কামব্যাক করছেন ‘ বাদশা ‘ । বলিউডের বাদশা । হালে বলিউডে যে বদল এসেছে তাতে তিন খানের একটানা ‘ বলিউড রাজ ‘ – এ অনেকটাই পরিবর্তন এসেছে সেকথা মানতেই হচ্ছে । বিশেষ করে বলিউড বাদশা মানে শাহরুখের কেরিয়ারে । বিগত চার বছর তার কোনও ছবি মুক্তি পাইনি । সেখানে আমির , সলমন কিন্তু নিজের জায়গা ধরেই রেখেছেন। তবে কি শাহরুখের কেরিয়ার শেষ ? না একদমই নয় ! কারণ তিনি বলেন , ‘ কাভি কাভি জিতনে কে লিয়ে হারনা পারতা হ্যায় , অউর হারকে জিতনে বালেকো বাজিগর ক্যাহেতে হ্যায় । ‘ ‘ জিরো ’ – র পর আর তার কোনও ছবিই মুক্তি পায়নি শাহরুখের । যদিও ‘ জিরো ‘ সাফল্যের মুখ দেখেনি । তাতে কিছুটা হলেও আশাহত হয়েছিলেন শাহরুখ ফ্যানেরা ।

সোশ্যাল মিডিয়ার দৌলতে এতদিনে মোটামুটি সকলেরই জানা শাহরুখের কোন কোন ছবিগুলো মুক্তি পেতে চলেছে । আগামী বছর শুরুতেই ২০২৩ সালেই মুক্তি পেতে চলেছে তার বহু প্রতীক্ষিত ছবি ‘ পাঠান ‘ । এই ছবি নিয়ে শাহরুখ ভক্তরা বেশ আশাতেও রয়েছেন । ছবির পোস্ট প্রডাকশনের কাজ চললেও , ছবির টুকরো দৃশ্যতেই আপাতত বাজিমাত করে নিয়েছেন অভিনেতা । তবে শুধু টুকরো দৃশ্যেই নয় , শুটিংয়ের মাঝখানে ‘ পাঠান ‘ – এর একটি লুকও প্রকাশ্যে চলে আসে ।
যদিও এই বিষয় নিয়ে হই হই হবার আগেই শাহরুখ নিজের একটি শার্টলেস ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় । তার এই ছবি দেখার পর উথালপাতাল হয় নেট দুনিয়া । সকলেই শাহরুখের লুক দেখে অবাক হয় । ৫৬ বছর বয়সে কীভাবে নিজেকে এতটা ফিট তিনি রেখেছেন । এতদিন পর শাহরুখের ছবি নিয়ে তো উন্মাদনা থাকবেই শাহরুখ ভক্তদের মধ্যে এটাই স্বাভাবিক । তবে এই ছবিতে তারকার ছড়াছড়ি ।

ছবির টুকরো দৃশ্যেই দেখা গেছে শাহরুখ ছাড়া এই ছবিতে মুখ্য চরিত্রে জন আব্রাহাম , দীপিকা পাড়ুকোন রয়েছেন । তবে অনেকেই জানেন না , শাহরুখের পাশে এই ছবিতে দেখা যাবে সলমন খানকেও । যশরাজের ব্যানারে আদিত্য চোপড়ার প্রডাকশনে ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ । দানিশ আলম ও সিদ্ধার্থ আনন্দ দু’জনে মিলেই ছবির স্ক্রিপ্ট লিখেছেন । এখনও পর্যন্ত শোনা যাচ্ছে , শাহরুখ আর দীপিকাকেই মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ছবিতে । ওম শান্তি ওম ‘ , ‘ চেন্নাই এক্সপ্রেস ‘ , ‘ হ্যাপি নিউ ইয়ার ‘ – এর পর এই নিয়ে শাহরুখের সঙ্গে চার নম্বর ছবিতে জুটি বাঁধতে চলেছেন দীপিকা । জন আব্রাহামকে ক্যামিও চরিত্রে দেখা যাবে । এই ছবির গল্প কি নিয়ে সেটা এখনও জানা যায়নি , তবে শোনা যাচ্ছে , অ্যাকশন – থ্রিলারকে কেন্দ্র করে এই ছবি তৈরি হচ্ছে । শাহরুখকে এই ছবিতে র – এজেন্টের ভূমিকায় দেখা যাবে , দীপিকা পুলিশ অফিসারের চরিত্রে আর জন আব্রাহাম খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন ছবিতে ।

শোনা যাচ্ছে , ছবির জন্য খরচ হয়েছে ২৫০ কোটি টাকা । সব মিলিয়ে , এই ছবি নিয়ে উন্মাদনা তুঙ্গে । এখনও পর্যন্ত শোনা যাচ্ছে , আগামী বছর ‘ পাঠান ‘ – এর পরই মুক্তি পেতে চলেছে ‘ জওয়ান । সম্প্রতি এই ছবির ঝলক সামনে এসেছে । সেখানে দেখা যাচ্ছে , শাহরুখের রক্তাক্ত মুখ । মুখ , হাত ব্যান্ডেজে মোড়া । হাতে রয়েছে বন্দুক । একেবারে অ্যাকশন হিরোর অবতারে শাহরুখ । ছবির টিজার মুক্তির পরই দর্শকদের প্রতীক্ষা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে । ফ্যানরা ছাড়াও টিজার ভাল লেগেছে সলমনেরও । টিজার দেখার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কমেন্ট করে সলমন লিখেছেন , আমার জওয়ান ভাই তৈরি । বলিউডে একটা সময় চুটিয়ে কাজ করার পর সলমা – শাহরুখের সম্পর্কে ভাঙন ধরেছিল । কিন্তু ফের তাদের সম্পর্কের উষ্ণতা কমেছে সেটা তারা প্রকাশ্যেই বুঝিয়ে দিয়েছেন । তামিল ছবির পরিচালক আতলির বলিউডে প্রথম ছবি জওয়ান ‘ ।

তামিল , তেলেগু , কন্নড় মালয়ালম ভাষাতেও ছবিটি মুক্তি পাবে । ছবিটি প্রযোজনা করছেন শাহরুখ স্ত্রী গৌরী খান । ছবি নিয়ে দু – এক কথা সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন শাহরুখ । এখনও পর্যন্ত শোনা যাচ্ছে , আগামী বছর ২ জুন মুক্তি পাচ্ছে ‘ জওয়ান । আগামী বছর শুরু থেকে শেষ অবধি শাহরুখ আর শাহরুখই হয়ে থাকবে , সেটা ছবির মুক্তির দিনগুলো দেখেই বোঝা যাচ্ছে । কারণ বছরের শুরুতে জানুয়ারী মাসে মুক্তি পাচ্ছে ‘ পাঠান ‘ , বছরের মাঝামাঝি সময় জুন মাসে মুক্তি পাচ্ছে ‘ জওয়ান ‘ আর তারপর বছর শেষেই মুক্তি পাচ্ছে শাহরুখের আরও একটি ছবি । পরিচালক রাজকুমার হিরানির ছবি ‘ দুনকি’তে কাজ করছেন শাহরুখ খান । এই ছবি নিয়েই প্রথমবার শাহরুখ রাজকুমার হিরানি একসঙ্গে কাজ করতে চলেছেন । সম্প্রতি শাহরুখ একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় । যেখানে শাহরুখকে পরিচালকের সঙ্গে কথা বলতে শোনা গেছে । ওই ভিডিওতে শাহরুখ রাজকুমার হিরানির মধ্যে ছবির নাম নিয়ে একটা ভুল বোঝাবুঝি যে চলছে তা জানা গিয়েছে । পাশাপাশি ছবির বাকি বিষয় নিয়েও ভিডিও – তে আলোচনা করতেও শোনা যাচ্ছে পরিচালক আর অভিনেতাকে । এই বছর এপ্রিলেই শুরু হয়ে গেছে ছবির কাজ ।

ছবির শুটিং পাঞ্জাবে হয়েছে বলে শোনা গেছে । ছবিতে শাহরুখকে সঙ্গে নিয়ে কাজ করতে পেরে ভীষণ খুশি পরিচালক । তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন , শাহরুখ তার পছন্দের তারকার তালিকায় সব সময়ই ছিলেন । কিন্তু বহুবার চেষ্টা করেও তার সঙ্গে কাজ করার সুযোগ পাননি তিনি । অবশেষে তার সেই ইচ্ছা পূরণ হতে চলেছে । আগামী বছর ক্রিস্টমাসের আগেই মানে ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তার সেই স্বপ্নের ছবি । অন্যদিকে ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে । শাহরুখ আর রাজকুমার হিরানির সঙ্গে প্রথমবার এই ছবি দিয়ে কাজ করছেন অভিনেত্রী তাপসী পাপ্পু । তাই প্রকাশ্যেই তিনি নিজের অনুভূতির কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী । ছবির নাম আর কাস্টিং ছাড়া এখনও কোনও কিছুই প্রকাশ্যে আনা হয়নি । তবে সূত্র মারফত জানা গেছে , রাজকুমার হিরানির এই ছবিতেই প্রথমবার এক অন্য শাহরুখকে দেখতে চলেছেন দর্শকরা । আপাতত অপেক্ষা আগামী বছরের । আগামী বছরই বলিউড ফের কিং খানকে ফিরে পেতে চলেছে এটাই আশা শাহরুখ ভক্তদের ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

যান স্বল্পতায় বিলম্বিত বিমান যাত্রীরা রাতে দুর্ভোগে পড়েন!!

অনলাইন প্রতিনিধি :- অনেক রাতে এমবিবি আগরতলা বিমানবন্দরে বিলম্বিত বিমান যাত্রীরা আবারও যানবাহনের অভাবে চরম…

21 hours ago

এআরসি প্রযুক্তির চাষে স্বনির্ভরতার পথে রাজ্য!!

অনলাইন প্রতিনিধি:- রাজ্যে কৃষিক্ষেত্রে এক নতুন বিপ্লবের সূচনা করেছেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের…

21 hours ago

ফুলে’ কুঠারাঘাত!!

রাজা রামমোহন, বিদ্যাসাগর, নবগোপাল মিত্র, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, বেগম রোকেয়া, প্রমথনাথ চট্টোপাধ্যায়, বাংলার বুকে…

21 hours ago

অপারেশন টেবিলে তিন প্রসূতি বিদ্যুৎ উধাও, তেল নেই জেনারেটরে!!

অনলাইন প্রতিনিধি:- মেলাঘরস্থিত মহকুমা হাসপাতালে সিজারিয়ান অপারেশন করতে গিয়ে বিপাকে পড়েছেন চিকিৎসক। শুক্রবার বেলা বারোটা…

21 hours ago

নারীদের সাথে অসভ্যতা বরদাস্ত নয়, কংগ্রেস বিধায়কের বক্তব্য ভিত্তিহীন হাস্যকর: প্রদ্যোত!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে মহিলা- মা-বোনদের সাথে অনৈতিক আচরণ হলে, এর সাথে জড়িত একজনকেও ছাড় প্রদান…

2 days ago

এ কেমন পুনর্বাসন!!

এশিয়ার বৃহত্তম বস্তি মুম্বাইয়ের ধারাভি। ৬০০ একর এলাকা নিয়ে তার বিস্তার। সত্তর-আশি বছর ধরে ধারাভি…

2 days ago