শিক্ষকের অভাবে ক্লাস কমিয়ে দেওয়ার নোটিশ ঘিরে বিতর্ক!!
দৈনিক সংবাদ অনলাইন।। গোমতী জেলার হরিয়ানন্দ ইংরেজি মাধ্যম স্কুলের প্রধান শিক্ষকের সম্প্রতি জারি করা ক্লাস কমিয়ে দেওয়ার নোটিশ ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। নোটিশে তিনি উল্লেখ করেছেন, বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার কারনে তাঁকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এই নোটিশ প্রকাশ্যে আসতেই অভিভাবক থেকে শুরু করে বিভিন্ন মহলে ব্যপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
পরে এই বিষয়ে খোঁজ নিতে গেলে স্কুলের প্রধান শিক্ষক দেবাশীষ দাস জানান, বিদ্যালয়ে প্রায় নয়শ ছাএ ছাএী রয়েছে প্রি প্রাইমারী থেকে। শিক্ষক শিক্ষিকা চব্বিশ জন।এর মধ্যে একজন দিব্যাঙ্গ।প্রায়ই এক থেকে দুই জন শিক্ষক/ শিক্ষিকা থাকেন ছুটিতে। এর মধ্যে গত কিছুদিন আগে শিক্ষা দপ্তর থেকে শুরু হওয়া “বিদ্যালয় চলো” কর্মসূচি রুপায়নের জন্য দশ জন শিক্ষক কে বিদ্যালয় থেকে ডেপুটেশনে নিয়ে যাওয়া হয়।
এই কারনেই বিদ্যালয়ে পঠন-পাঠনে দেখা দিয়েছে বিভিন্ন সমস্যা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান এক এক জন শিক্ষক কে কম করে হলেও পাঁচ থেকে ছয়টি ক্লাস নিতে হচ্ছে। দেখা দিচ্ছে নানা সমস্যা।প্রধান শিক্ষক জানান, শিক্ষা দপ্তর থেকে কথা বলা হয়েছে। সমস্যা নিরসনে শীঘ্রই উদ্যোগ নেয়া হবে।তাই আজই যথারীতি ক্লাস ও পঠন পাঠনের জন্য নোটিশ জারি করবেন বলে জানা প্রধান শিক্ষক শ্রী দাস।