শিক্ষকের শাস্তিতে আহত ছাত্র!!
দৈনিক সংবাদ অনলাইন।। বেসরকারি স্কুল শিক্ষকের শাস্তিতে গুরুতর আহত তৃতীয় শ্রেণীর এক পড়ুয়া।বর্তমানে গুরুতর আহত ছাত্রটি বাড়ির বিছানায় শয্যাশায়ী। ঘটনা তেলিয়ামুড়া তুইসিন্দ্রাই বাড়ি স্থিত আনন্দমার্গ প্রাইমারি স্কুলে।
পরিবারের লোকজনদের অভিযোগ, দিন কয়েক পূর্বে শ্যামল দাসের তৃতীয় শ্রেণীতে পাঠরত পুত্র আদিত্য দাস ক্লাস রুমে খেলা করছিল।
সেই সময় ক্লাস রুমে বিজ্ঞান বিষয়ের শিক্ষক উত্তম সরকার প্রবেশ করে। আদিত্য দাসকে খেলা করতে দেখে উত্তম সরকার চুলে ধরে এনে ৫০ বার কানে ধরে উঠ বস করার নির্দেশ দেয়। শিক্ষকের নির্দেশে তৃতীয় শ্রেণীর ছাত্র আদিত্য দাস পঞ্চাশ বার কানে ধরে উঠবস করে। পরে স্কুল ছুটি হলে বাড়িতে যাওয়ার পর দেখা যায় আদিত্য দাস হাঁটতে পারছে না। ছাত্রটিকে পরে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হয়। বর্তমানে ওই ছাত্র বিছানায় শয্যাশায়ী।