শিক্ষা প্রতিষ্ঠানে আইডিইউ, এইডসঃ পশ্চিম জেলায় চিহ্নিত ৫৭ স্কুল-কলেজ

এই খবর শেয়ার করুন (Share this news)

রাজধানী আগরতলা সহ গোটা পশ্চিম জেলার স্কুল , কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিপজ্জনক শিরা পথে ড্রাগ গ্রহণ এবং এইডস সংক্রমণ অতি উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়েছে । সেই সাথে বাড়ছে রক্তবাহিত আরও দুটি মারণ ভাইরাস হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি সংক্রমণ । শহর ও শহরতলির বহু বনেদি স্কুল কলেজে ঢুকে পড়েছে এই মৃত্যুফাঁদ ।। শুধু স্কুল কলেজের ছাত্রছাত্রী নয় , সমাজের প্রতিটি পেশাজীবী এমনকি বেকার যুবকযুবতীরাও এই নেশার জালে জড়িয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে । পরিস্থিতির অতি দ্রুত অবনতি হচ্ছে । অনতিবিলম্বে যুদ্ধকালীন তৎপরতায় পদক্ষেপ গ্রহণ করা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহল । ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির সর্বশেষ একটি রিপোর্ট নিঃসন্দেহে রাজ্যের সচেতন অভিভাবকদের রাতের ঘুম কেড়ে নেবে । সোসাইটি পশ্চিম ত্রিপুরা জেলার ৫৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে সমীক্ষা চালিয়ে ১৯৩ জন ছাত্রছাত্রীকে চিহ্নিত করতে পেরেছে , যারা নিয়মিত শিরাপথে ড্রাগ নিয়ে নেশা করে । এদের মধ্যে ৬২ জন এইচআইভি পজিটিভ । এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে ৪৭ টি স্কুল ও ১০ টি কলেজ , বিশ্ববিদ্যালয় । ৪৭ টি স্কুলে আইডিইউ চিহ্নিত হয়েছে ১৩৮ জন ছাত্রছাত্রী । এদের মধ্যে ৫২ ইতোমধ্যেই এইচআইভি সংক্রমণের শিকার । আর ১০ টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আইডিইউ চিহ্নিত হয়েছে ৫৫ জন । এদের মধ্যে জন এইচআইভি পজিটিভ ১০ জন । শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হলো না । প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সুনাম এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে । শহর ও শহরতলির অনেক বনেদি স্কুল কলেজ এই তালিকায় রয়েছে । সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ধারণা , প্রকৃত সংখ্যা অনেক অনেক বেশি হবে । বিভিন্ন কৌশলে এদের চিহ্নিত করা সম্ভব হয়েছে । বাকিরা লুকিয়ে নেশা করছে । একাংশ নেশাসক্ত ছাত্রছাত্রীর অভিভাবকগণ এখনও অজ্ঞাত । আইডিইউ নেশাসক্ত ছাড়াও রয়েছে অন্য নেশাগ্রস্ত । এরা ট্যাবলেট , তরল এবং ধোঁয়াজাতীয় বিভিন্ন ধরনের জিনিস গ্রহণ করে নেশা করে । এইসব নেশা অনেক দিন করার পর আরও কড়া নেশার জন্য শিরাপথে ড্রাগ নিতে শুরু করে । এরা একই সিরিঞ্জ দিয়ে গ্রুপের সকলে শিরায় ড্রাগ নিয়ে থাকে । এই কারণে সহজেই এরা রক্তবাহিত বিভিন্ন মারণ ভাইরাসের সংক্রমণের শিকার হয়ে যায় । যেমন এইচআইভি , হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি । ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির রিপোর্ট থেকে জানা যায় , জেলায় এইচআইভি সংক্রমণের গ্রাফ অতি দ্রুত বাড়ছে । ২০১৮-১৯ বর্ষে জেলায় ১৪৮০৪৬ জনকে পরীক্ষা করে ৩৩৮ জন এইচআইভি পজিটিভ পাওয়া গিয়েছে । শতকরা ০.২৩ শতাংশ । ২০২১-২২ বর্ষে পরীক্ষা করা হয় ১৭৫৯৬১ জনকে । এদের মধ্যে এইচআইভি পজিটিভ চিহ্নিত হয়েছে ১১২৪ জন । শতকরা ০.৬৪ শতাংশ । এ বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত চার মাসে পরীক্ষা করা হয়েছে ৫৭২৮৬ জনকে । পজিটিভ ৭১১ জন । শতকরা ১.২ শতাংশ । এই তথ্য থেকে অনুমান করা যায় সংক্রমণ কত দ্রুত বাড়ছে । সদর মহকুমায় চিহ্নিত মহিলা যৌনকর্মী ২০১৮-১৯ বর্ষে ছিলো ১৩০ জন ( ২ জন পজিটিভ ) । ২০২১-২২ বর্ষে এই এইচআইভি সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জন । সদরে ২০২০-২১ বর্ষে চিহ্নিত আইডিইউ সংখ্যা ছিল ২২১ জন । এদের মধ্যে ২৩ জন এইচআইভি পজিটিভ । ২০২১-২২ বর্ষে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬২ জন । এদের মধ্যে ৬৩ জন এইচআইভি পজিটিভ । মোহনপুর মহকুমায় আইডিইউ চিহ্নিত হয়েছে । ২০২১-২২ বর্ষে ৩২৪ জন । এদের মধ্যে ৪৫ জন এইচআইভি পজিটিভ । জিরানীয়া মহকুমায় আইডিইউ চিহ্নিত হয়েছে ২৫৬ জন । এদের মধ্যে ১৮ জন এইচআইভি পজিটিভ । যাদের শনাক্ত করা সম্ভব হয়নি , সেই সংখ্যাটা অনেক বেশি হবে । গত জুলাই মাসের তথ্য অনুযায়ী এআরটি সেন্টারে নথিভুক্ত এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা সদরে ৪৩৪ জন , মোহনপুরে ২৫১ জন এবং জিরানীয়ায় ২৩২ জন । সামাজিক অসহযোগিতা ও লোকলজ্জার ভয়ে সরকারী চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত হয়নি কিংবা নিজেকে লুকিয়ে রেখেছে এমন রোগীর সংখ্যা কয়েক হাজার হবে । এইডস কন্ট্রোল সোসাইটি সূত্রে জানা গিয়েছে , অন্য জেলাগুলিতেও এইডস আইডিইউ সহ নেশার সমস্যা দ্রুত বাড়ছে । নেশায় আসক্ত ছেলেমেয়েদের নিয়ে অভিভাবকগণ দিশেহারা হয়ে পড়েছেন । কোনওভাবেই তাদের এই নেশার জাল থেকে বের করে আনতে পারছেন না । দিন দিন তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে । এদের চিকিৎসার সুব্যবস্থা এখনও রাজ্যে সীমিত । একটি মাত্র সরকারী পুনর্বাসন কেন্দ্র রয়েছে নরসিংগড়স্থিত মানসিক হাসপাতালে । এর বাইরে জেলায় আরও ৩১ টি বেসরকারী রি – হ্যাব সেন্টার রয়েছে । এই সেন্টারগুলির সরকারী অনুমোদন নেই । স্বাভাবিকভাবেই সরকারী পর্যবেক্ষণও নেই । মোটা অঙ্কের টাকার বিনিময়ে অভিভাবকগণ ছেলেমেয়েদের এই সকল রি – হ্যাব সেন্টারে ভর্তি করাচ্ছেন । কিন্তু সন্তোষজনক পরিষেবা কোথাও নেই । অজস্র অভিযোগ রয়েছে অভিভাবকদের । সরকার এই রি – হ্যাব সেন্টারগুলি সম্পর্কে রহস্যজনকভাবে উদাসীন । ইতোপূর্বে সরকারী তরফে একাধিকবার ঘোষণা করা হয়েছে , উত্তর জেলায় একটি বৃহৎ পরিসরে পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলা হবে । কিন্তু সেই ঘোষণা এখনও বাস্তবের মাটিতে নেমে আসেনি । ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি রাজ্যে এইচআইভি / এইডস এবং শিরাপথে ড্রাগ গ্রহণকারীদের নিয়ে কাজ করছে । সোসাইটির নথিভুক্ত এনজিও – র মাধ্যমে এদের শনাক্ত করে কাউন্সিলিং এবং উপযুক্ত চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে । কিন্তু এ কাজে বড় সমস্যা হলো এদের খুঁজে বের করে চিকিৎসা ব্যবস্থার নিরে আসা এবং ধরে রাখা । সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিমত , এইডস এবং নেশার সমস্যা যে গতিতে বেড়ে চলেছে , তা একটি সরকারী সোসাইটি ( যার পরিকাঠামো সীমিত ) এবং সোসাইটি নিয়ন্ত্রিত কয়েকটি এনজিও দিয়ে নিয়ন্ত্রণ সম্ভব নয় । রাজ্যকে নেশা ও এইডস মুক্ত করতে হলে প্রয়োজন সরকারের সর্বোচ্চ স্তরে উদ্যোগ গ্রহণ । পুলিশ , স্বাস্থ্য , শিক্ষা , সমাজকল্যাণ সহ সংশ্লিষ্ট সকল দপ্তর , জনপ্রতিনিধি , এনজিও সকলের মতামতের ভিত্তিতে অ্যাকশন প্ল্যান তৈরি করে মাঠে নামতে হবে । এক্ষুনি নিয়ন্ত্রণে না আনতে পারলে রাজ্যের নতুন প্রজন্মের বড় ক্ষতি হয়ে যাবে ।

Dainik Digital

Recent Posts

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…

7 hours ago

ধন্যবাদার্হ।।

কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…

7 hours ago

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

9 hours ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

9 hours ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

10 hours ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

10 hours ago