শিক্ষিকার মারে আহত আরেক শিক্ষিকা!!
দৈনিক সংবাদ অনলাইন, বিশালগড়।। শিক্ষিকার মারে আহত অপর এক শিক্ষিকা। ঘটনা শুক্রবার দুপুরে বিশালগড় ইংরেজি মাধ্যেম দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে।বর্তমানে আহত শিক্ষিকা হাঁপানীয়া ত্রিপুরা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।শুক্রবার কোন একটি বিষয়কে কেন্দ্র করে ঝুমা কলই সিং হঠাৎ করেই উনার এক সহকর্মী শিক্ষিকা আতিকুর জমাতিয়ার গালে সপাটে চড় বসিয়ে দেন।
সঙ্গে সঙ্গেই উনাকে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয় হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে। ঘটনায় স্কুলে এবং অভিভাবক মহলে ব্যপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অপর দিকে ওই শিক্ষিকাকে কাবু করতে খবর দেওয়া হয় বিশালগড় থানায়।পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার স্বামীকে পুরো বিষয়টি সম্পর্কে অবগত করে।