শিলংয়ে এই প্রথম আজ মোদির রোড শো!
মেঘালয়ের ইতিহাসে এই প্রথম। দেশের কোনও প্রধানমন্ত্রী আসছেন রোড শো করতে।কাল, শুক্রবার রাজধানী শিলংয়ের প্রাণকেন্দ্র পুলিশ বাজারে রোড শো করবেন নরেন্দ্র মোদি। আগামী সোমবার ৬০ আসনের মেঘালয়ে বিধানসভার ভোট। প্রচার শেষ হবে শনিবার। তার আগের দিন স্বয়ং প্রধানমন্ত্রীর এই রোড শো থেকে খাসি জয়ন্তিয়া পার্বত্য এলাকার মোট ৩৬টি আসনে মোদি-ঝড় কতটা কামাল দেখায়, তা জানা যাবে আগামী ২ মার্চ ভোটের ফল ঘোষণার দিন।বৃহস্পতিবার দলের রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে মেঘালয় বিজেপির সভাপতি আর্নেস্ট মাওরি বলেন, ‘ইতিহাসে এই প্রথম দেশের কোনও প্রধানমন্ত্রী মেঘালয়ে এসে রোড শো করবেন। শিলং রাজ্যের রাজধানী।পুলিশ বাজার এলাকা শহরের কেন্দ্রস্থল।আমি নিশ্চিত সর্বস্তরের নাগরিক, বিশেষত শিলং শহরের সমস্ত মানুষ প্রধানমন্ত্রীর রোড শো দেখতে আসবেন, তার বক্তব্য শুনবেন।’আর্নেস্ট বলেন,‘কারণ নরেন্দ্র মোদি কেবল ভারতের রাষ্ট্রনেতা নন, তিনি বিশ্বনেতা। তিনি হলেন, জি-২০ প্রেসিডেন্ট’।
প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পর্কে মাওরি জানান,আপার শিলংয়ের হেলিপ্যাডে এসে নামবে প্রধানমন্ত্রীর কপ্টার।সেখান থেকে তিনি ঝালুপুরা পয়েন্টে যাবেন। সেখান থেকে রাজ্যের কেন্দ্রীয় গ্রন্থাগারে মেঘালয়ের তিন স্বাধীনতা সংগ্রামী ইউ তিরত সিং, ইউ কিয়াং নাংবা এবং পা তোগাং সাংমার মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। সেখান থেকে রোড শো করে প্রধানমন্ত্রী আসবেন পুলিশ বাজার।শো শেষে সেখানেই তিনি একটি জনসভা করবেন।বেলা এগারোটা রোড শো শুরু করে প্রধানমন্ত্রীর সূচি সম্পূর্ণ হওয়ার কথা বেলা দেড়টায়।মাওরি জানান, আসামের মুখ্যমন্ত্রী সহ পূর্বোত্তরের সাত রাজ্যের দলের প্রথম সারির প্রায় সব নেতাই কাল প্রধানমন্ত্রীর রোড শো-এ অংশ নেবেন।বৃহস্পতিবার কাকভোর থেকেই গোটা পুলিশ বাজার চত্বর প্রধানমন্ত্রীর নিজস্ব নিরাপত্তাবলয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)র দখলে চলে গেছে।বড় বড় লোহার কাঠামো দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হচ্ছে প্রধানমন্ত্রীর বক্তৃতা মঞ্চ। যদিও জংলা পোশাকের কার্বাইন হাতে উর্দিধারীদের ভিড়েই পথচারীরা দিব্যি হাঁটাচলা করেছেন দিনভর। এখানকার একমাত্র যে গণপরিবহণ,সেই ট্যাক্সিও চলেছে নির্বিবাদে।ঘটনাচক্রে আমিও পুলিশ বাজারেই এসে উঠেছি। আজ সকালেই হোটেলের ম্যানেজার আমাকে জানয়ে যান, পুলিশ এসে আপনার পরিচয়পত্র হয়তো খতিয়ে দেখতে পারে। এটাকে দয়া করে অন্যভাবে নেবেন না। শুধু আপনার বলে নয়, আমার হোটেলের সব অতিথিরই পরিচয় উনারা খতিয়ে দেখতে পারেন। ওদের একটু সহযোগিতা করবেন।একাধিক শপিং মল, তারকা হোটেল, বাজারঘাট মিলে এই এলাকা এমনিতে অপরিসর। এমন জনবহুল এলাকায় প্রধানমন্ত্রীর রোড শো হলে কাল বেলা দশটা থেকে বিকাল পর্যন্ত গোটা শিলং শহরের গতি কার্যত স্তব্ধ হয়ে যাবে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। যদিও আর্নেস্ট এদিন বলেন, ‘এ ব্যাপারে আমাদের কোনও ভূমিকা নেই। নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসনই শেষ কথা । প্রধানমন্ত্রীর সফরের জন্য জেলা প্রশাসন শহরের সব রাস্তাঘাট সিল করে দেবে না, সংলগ্ন এলাকার কিছু রাস্তা বেলা বারোটা থেকে দুপুর আড়াইটা অবধি বন্ধ করে রাখবে।’