শিলং-এ অধ্যক্ষদের সম্মেলন ২৯শে।
উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের বিধানসভাগুলোর অধ্যক্ষদের একটি সম্মেলনকে সম্বোধন করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। দুই দিনব্যাপী সম্মেলনটি শুরু হতে চলেছে২৯ জুলাই। অরুণাচলপ্রদেশ বিধানসভার অধ্যক্ষ পাসাং ডি সোনায় চেয়ারম্যানশিপে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। কমনওয়েলথ পার্লিয়ামেন্টারি অ্যাসোসিয়েশন ইণ্ডিয়া রিজিয়ান জোন থ্রি’র ২০তম বার্ষিক সম্মেলন শনিবারে শিলংয়ে শুরু হতে চলেছে। পূর্বে আসাম থেকে পশ্চিমে গুজরাট পর্যন্ত সিপিএ ভারত অঞ্চলে মোট ৩১টি বিধানসভা রয়েছে। এর মধ্যে জোন থ্রি অন্তর্গত রাজ্যগুলো হলো আসাম, অরুণাচলপ্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যাণ্ড, সিকিম এবং ত্রিপুরা।