শিল্প সম্ভাবনা

এই খবর শেয়ার করুন (Share this news)

শিল্প কি? শিল্পের প্রয়োজনীয়তা কি? এইসব নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করিনা। একেবারে সহজভাবে এইটুকু বলা যায়, একটি জাতি, একটি দেশ, একটি রাজ্যের উন্নতির মূল উপাদানই হচ্ছে শিল্প। এই শিল্পের নানা প্রকারভেদ আছে। সেটা অন্য বিষয়। কিন্তু শিল্পের উন্নয়ন, শিল্পের বিকাশ না ঘটলে দেশ ও জাতির বিকাশ ঘটবে না। এটাই মূল ত্বত্ত্ব।
এবার মূল প্রসঙ্গে আসা যাক। মঙ্গলবার স্থানীয় প্রজ্ঞাভবনে দেশ- বিদেশের শতাধিক শিল্পপতি এবং বিনিয়োগকারীদের উপস্থিতিতে ‘ত্রিপুরায় শিল্পে বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


সেই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, ‘ত্রিপুরায় বিনিয়োগের এটাই মহেন্দ্রক্ষণ’। তিনি আরও বলেছেন, রাজ্যের ভৌগোলিক অবস্থানই শিল্প ও বাণিজ্যের বিরাট সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। বিনিয়োগের জনপ্রিয় গন্তব্যস্থল হয়ে উঠছে ত্রিপুরা। রাজ্যের কৃষি, উদ্যানজাত বাঁশ, রাবার, খাদ্য প্রক্রিয়াকরণ, স্বাস্থ্য ও পর্যটন ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। পিএম গতিশক্তি, জি-২০ ইনভেস্টমেন্ট সামিট সেই সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলেছে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, কোনও দেশ বা রাজ্যের সার্বিক বিকাশ নির্ভর করে উন্নত যোগাযোগ ব্যবস্থার উপর। ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে। মুখ্যমন্ত্রী গোল টেবিলের বৈঠকে ত্রিপুরায় বিনিয়োগের আহ্বান জানান। এদিনের গোল টেবিল বৈঠকে ত্রিপুরার ঝুলিতে কিছু সাফল্যও এসেছে। বলা যায়, একেবারে নিষ্ফলা যায়নি বৈঠক। এদিন আটটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে রাজ্যের মৌ সাক্ষর হয়েছে। মোট ৩১২ কোটি ৩৮ লক্ষ টাকার সমঝোতাপত্র হয়েছে। তার মধ্যে ধলাই জেলাতে পিপিপি মডেলে একটি মেডিকেল কলেজ গড়ার জন্য ডেটন ন্যাচারাল রিসোর্স প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার সাথে ২৪৭ কোটি টাকার মৌ সাক্ষর হয়েছে। এই খবর ত্রিপুরার জন্য অবশ্যই সুখের এবং আনন্দের। এই নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। কিন্তু আশঙ্কাটা অন্য জায়গায়। ত্রিপুরা পূর্ণরাজ্য প্রাপ্তির পর থেকে, বা তার কিছু সময় আগে থেকে রাজ্যে যে কয়টি মাঝারি শিল্প গড়ে উঠেছিল, তা একটিও আমরা বাঁচিয়ে রাখতে পারিনি। উদাহরণ হিসেবে বলা যায় শান্তিরবাজারে চিনি কল। হাপানিয়াতে জুট মিল। জুট মিল শুধু অস্তিত্ব ধরে রেখেছে। দীর্ঘসময় ধরে বঞ্চিত, অবহেলিত ত্রিপুরা রাজ্যে গত এক দশক ধরে উন্নয়নে গতি এসেছে। এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু শিল্প সেই অর্থে মাথা তুলে দাঁড়াতে পারেনি আজও। এর পিছনে কারণ কি? তা কম বেশি সকলেই জানে। যে বাঁশভিত্তিক শিল্প গঠন করা নিয়ে এত হৈইচৈই, ত্রিপুরার প্রাচীন হস্ততাঁত ও বাঁশ বেত শিল্পের অবস্থান আজ কোন্ জায়গায় ? তার পর্যালোচনা হওয়া জরুরি বলে মনে হয়। অর্থনৈতিক বিকাশে ত্রিপুরার চা শিল্প বড় ভূমিকা নিতে পারে। কিন্তু জোর দিয়ে আন্তরিকভাবে সেই উদ্যোগ নেওয়া হচ্ছে কই? তুল্যমূল্য বিচার করলে গত সাত-আট বছরে রাজ্যে শিল্প সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু সম্ভাবনা ও বাস্তবায়নের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। সেই ফারাকটা যত দ্রুত কমিয়ে আনা যাবে ততই শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কাজ ত্বরান্বিত হবে।

Dainik Digital

Recent Posts

দুদিনের সফরে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী,সাক্ষাৎ হবে ইউনুসের সাথেও!!

অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

14 hours ago

৯৩,৪২৫ মহিলাকে লাখপতি দিদি করার পরিকল্পনা!!

অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…

14 hours ago

এ রোগের ওষুধ নেই, সামনে দুর্দিন গরিবের!!

অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…

15 hours ago

জিবি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ঘিরে রোগীর অভিযোগ বাড়ছেই!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…

15 hours ago

অনুপ্রবেশ রুখতে জয়েন্ট পেট্রোলিং চলছে: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…

15 hours ago

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে সীলমোহর দিল কেন্দ্রীয় সরকার!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…

16 hours ago