শিশুকন্যা চুরি করতে গিয়ে ধৃত যুবক!!!
দৈনিক সংবাদ অনলাইন, অমরপুর।। অমরপুরের বাবুসাই পাড়ার রিয়াং শরণার্থী পুনর্বাসন কেন্দ্র থেকে শিশুকন্যা চুরির অভিযোগে এক যুবককে আটক করেছে বীরগঞ্জ থানার পুলিশ। ধৃত যুবকের নাম অমিতা রিয়াং, বাড়ি সর্বজয় পাড়ায়। অভিযুক্ত যুবক বর্তমানে পুলিশি পাহারায় অমরপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার দুপুরে রিয়াং পুনর্বাসন কেন্দ্র থেকে এক শিশুকন্যাকে চকলেট দিয়ে এবং ভালো জামা কাপড় দেওয়ার প্রলোভন দিয়ে চুরি করে নিয়ে যাওয়ার সময় রিয়াং পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দারা দেখে ফেলে। এরপর ওই যুবককে ধরে উত্তম-মধ্যম দিয়ে আটকে রাখে। পরে পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু ধৃত যুবক পুরো ঘটনা অস্বীকার করেছে।