শিশু ও মহিলাদের সুরক্ষায় দক্ষিণে জেলা পর্যায়ে বৈঠক।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি || শিশুদের সুরক্ষা, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে শিশুদের অবৈধভাবে পরিশ্রম করানো, মহিলা নির্যাতন, মানসিক ভারসাম্যহীন, নাবালিকা বিয়ে প্রবণতা বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে দক্ষিণ জেলা প্রশাসন নড়েচড়ে বসেছে। দক্ষিণ জেলার বিভিন্ন জায়গায় শিশুদের দিয়ে শ্রম করানো নাবালিকা বিয়ে, মহিলা নির্যাতন ঘটনা, গার্হস্থ হিংসা, ইত্যাদি ঘটনা যেভাবে হচ্ছে তা নিয়ে মহকুমা এবং জেলা প্রশাসন রীতিমতো উদ্বিগ্ন। এসব বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসনের কার্যকরী পদক্ষেপের অঙ্গ হিসাবে মঙ্গলবার দক্ষিণ জেলার জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে শিশু সুরক্ষা কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।বৈঠকের পৌরহিত্য করেন দক্ষিণ জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ এ। দক্ষিণ জেলার বিভিন্ন জায়গায় অপরিণত বয়সে অর্থাৎ নাবালিকা বিয়ের প্রবণতা নিয়ে এদিন বৈঠকে আলোচনায় এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে গার্হস্থ হিংসা বা মহিলাদের উপর অত্যাচার, সেক্সুয়াল নির্যাতন ইত্যাদি বিষয়ে ‘ওয়ান স্টপ সেন্টারে’ অভিযোগ জানানো যাবে। সেখানে মেডিকেল সহযোগিতা, আইনি সহযোগিতা এবং পুলিশের সহযোগিতা, পরামর্শ দেওয়া ইত্যাদি ব্যবস্থা থাকবে। বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া যেসব পরিবার তাদের কন্যা সন্তানকে উপযুক্ত বয়স হওয়ার আগেই বিয়ের জন্য তৎপরতা শুরু করবে বা গোপনে বিয়ে দেওয়ার চেষ্টা করবে সে ক্ষেত্রে প্রশাসন হস্তক্ষেপ করার জন্য বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। যদিও বা আগে থেকেই মহাকুমা এবং জেলা প্রশাসন কার্যকরী ব্যবস্থা নিতে শুরু করেছে। অল্প বয়সে মেয়েদের বহি:রাজ্যে নিয়ে যাওয়ার বিষয়ে যারা জড়িত তাদের চিহ্নিত করে মহিলা থানায় অভিযোগ জানানো যাবে। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে জুলাই, আগষ্ট, সেপ্টেম্বর তিন মাসব্যাপী কর্মসূচি চলবে। জুলাই মাসের প্রথম সপ্তাহে মহকুমা ভিত্তিক শিশু সুরক্ষার উপর মেগা ক্যাম্প করা হবে। দ্বিতীয় সপ্তাহে ব্লক ভিত্তিক এবং তৃতীয় সপ্তাহে পঞ্চায়েত ভিত্তিক এই কর্মসূচি চলবে। মহাকুমা শাসক, ব্লক প্রশাসন, মেডিকেল অফিসার, পুলিশ অফিসার, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, জেলা শিশু সুরক্ষা ইউনিটের কর্মীরা পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, শিশু সুরক্ষার সচেতনতা শিবিরের অংশ নেবেন ।সোমবারের বৈঠকে দক্ষিণ জেলার জেলা শাসক ছাড়াও তথ্য সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ জেলা আধিকারিক রিপন চাকমা সহ সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক, বিলোনীয়া, শান্তিরবাজার, সাব্রুম শিশু সুরক্ষা নোডাল আধিকারিক,আরক্ষা দপ্তরের অফিসার, জেলা শিশু সুরক্ষা নোডাল আধিকারিক, শিশু সুরক্ষা ইউনিট কর্মীরা, কাউন্সিলরা উপস্থিত ছিলেন। এদিনের বৈঠকে যেসব শিশুদের মা-বাবা নেই তাদের যত্ন ও সুরক্ষার বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

অমৃতসর বিমানবন্দরের কাছে ড্রোন হামলা!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…

9 hours ago

পাকিস্তানের গোলাতে শহিদ ভারতীয় জওয়ান মুরলী!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের গোলাবর্ষণে মৃত্য হলো ভারতীয় বিএসএফ জওয়ান মুরলী নায়েকের। অন্ধ্রপ্রদেশের সত্যসাই জেলার বাসিন্দা…

9 hours ago

যুদ্ধ আবহে এটিএম বন্ধের খবর সম্পূর্ণ ভূয়ো!!

অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক পোস্টে দাবি করা হয়েছে পাকিস্তান ভারতে…

17 hours ago

যুদ্ধের গন্ধ বাতাসে!!

পহেলগাঁও হামলার প্রত্যাঘাত এতটা জোরালো এবং ভয়াবহ হতে পয়ল পারে সেটা নিশ্চয়ই পাকিস্তানের ভাবনার মধ্যেই…

18 hours ago

দিল্লীতে কৃষি উন্নয়নে জাতীয় সম্মেলন, কেন্দ্রের কাছে রাজ্যের জোরালো দাবি উত্থাপন করলেন কৃষিমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-'বিজ্ঞান ও কৃষিরমেলবন্ধনই আগামী দিনের কৃষি উন্নয়নের চাবিকাঠি। কৃষকদের স্বনির্ভর করতে হলে এই…

19 hours ago

পাঠানকোটে অপর একটি পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করল ভারত!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের আরও একটি যুদ্ধবিমানকে নামালো ভারত। একদিনেই ৫টি যুদ্ধবিমানক্র গুলি করে নামাল ভারত।…

1 day ago