অনলাইন প্রতিনিধি :-খুব শীঘ্রই গ্রুপ ডি চাকরির অফার মিলবে চাকরিপ্রাপকদের হাতে। অফার হাতে না পেয়ে গত মাস কয়েক ধরে যারাই দুশ্চিন্তায় ভুগছিলেন, রবিবার তাদের দুশ্চিন্তায় উদ্দেশে কার্যত স্বস্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মান্দাই মণ্ডলের পাঁচ নং বুথে নাগরিকদের সাথে মাইলুমা স্কুল মাঠে প্রধানমন্ত্রীর মন কি বাত কার্যক্রমে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। অনুষ্ঠানশেষে তিনি জানিয়ে দেন, মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখেই কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। দায়িত্ব নেওয়ার পর এখনও পর্যন্ত বর্তমান সরকার প্রায় তেরো হাজারের অধিক সরকারী চাকরি প্রদান করেছে। খুব শীঘ্রই গ্রুপ ডি চাকরিপ্রাপকদের হাতেও যে অফার বিলি করা হবে তাও এ দিন জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। কার্যক্রমে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বর্তমান সরকার জনগণের সার্বিক কল্যাণে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। মানুষকে স্বাবলম্বী করার জন্য এখন যা করার তাই করছে সরকার। তিনি বলেন, আগে স্বসহায়ক দলের সংখ্যা ছিল চার থেকে পাঁচ হাজারের মতো। এখন তা প্রায় ছাপ্পান্ন হাজার হয়ে গিয়েছে। কোটি কোটি টাকা রিভলভিং ফান্ড দেওয়া হচ্ছে। সব মিলিয়ে গ্রামীণ অর্থনীতি বিকাশের লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। স্বচ্ছতার ভিত্তিতে চাকরি প্রদান করা হচ্ছে বলেও এ দিন জানান মুখ্যমন্ত্রী। তার কথায়, আগে মিছিল মিটিংয়ে গেলে তবেই মিলতো চাকরি। কিন্তু এখন সেই সুবিধা আর নেই। চাকরিপ্রাপকদের তালিকা ঘোষণার পর এ দিন গ্রুপ ডি চাকরির অফার যে খুব শীঘ্রই মিলবে তাদের হাতে তাও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।এদিন স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন উন্নয়ন ক্ষেত্রগুলিকে নিয়ে দীর্ঘ আলোচনা করেন মুখ্যমন্ত্রী। বলেন, এ রাজ্যে এখন সফলভাবে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা সম্ভব হচ্ছে। তাও আবার বিনামূল্যে। সরকারীভাবে এই সুযোগ না থাকলে অন্তত পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার প্রয়োজন পড়তো বলেও তিনি জানান। তিনি বলেন, আগামীদিনে – বোন মেরু ট্রান্সপ্ল্যান্ট, লিভার ট্রান্সপ ল্যান্ট করারও চিন্তাভাবনা করছে সরকার। মুখ্যমন্ত্রী বলেন, আগামীদিনে রাজ্যে আরও প্রায় সাতশো কোটি ব্যয়ে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হবে।এজন্য প্রয়োজনীয় জমি দেখার কাজও প্রায় শেষ।সব মিলিয়ে এ সমস্ত পরিষেবা গড়ে উঠলে রাজ্যের অভ্যন্তরেই সব ধরনের চিকিৎসার সুযোগ পাবে রাজ্যবাসী তিনি বলেন, শনিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী রাজ্যে এসে এক পর্যালোচনা বৈঠকে অংশ নিয়েছেন।তাকেও রাজ্যের বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়েছে।এছাড়াও সম্প্রতি রাজ্যে নর্থ ইস্ট কাউন্সিলের যে বাহাত্তরতম প্লেনারি অধিবেশন অনুষ্ঠিত হয় এবং পরবর্তী সময়ে ব্যাঙ্কারদের এক সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের জন্য পৃথকভাবে নজর রাখার কথাও বলেছেন সেখান থেকে।এদিক থেকে আগামীদিনে এ রাজ্য যে আরও অনেকদূর এগিয়ে যাবে তাও নিশ্চিত বলেই মনে করেন তিনি।এ দিন মান্দাই সফরকালে এলাকার জনজাতি সমাজপতিদের সাথে এক মতবিনিময় সভায়ও অংশ নেন মুখ্যমন্ত্রী।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…