অনলাইন প্রতিনিধি :-ধর্মনগর থেকে
শীঘ্রই কৈলাসহরে রেললাইন স্থাপন হচ্ছে। চণ্ডীপুর ব্লক চত্বরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আজ এই কথা বলেন। আজ রাজ্য সরকারের বিভিন্ন’ দপ্তরের সতেরটি প্রকল্পের উদ্বোধন ও আঠারোটি প্রকল্পের শিলান্যাস করতে কৈলাসহরে আসেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। মুখ্যমন্ত্রীর মূল অনুষ্ঠানটি হয় চণ্ডীপুর আরডি ব্লক চত্বরে। ব্লক চত্বরে এসে মুখ্যমন্ত্রী প্রথমে পঞ্চাশ শয্যা বিশিষ্ট নেশামুক্তি, কেন্দ্র ও জেলা সামাজিক শিক্ষা পরিদর্শক অফিসের শিলান্যাস করেন। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চণ্ডীপুরের বিধায়ক তথা ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, সমাজ কল্যাণ দপ্তরের ডিরেক্টর তপন কুমার দাস,জেলাশাসক দিলীপ কুমার চাকমা, পুলিশ সুপার কান্তা জাঙ্গীর।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস।প্রদীপ প্রজ্বালন করে অনুষ্ঠানে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সহ অন্য অতিথিরা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলাশাসক দিলীপ কুমার চাকমা। তিনি বলেন, আজকের দিনটি ঊনকোটি জেলা ও কৈলাসহরের জন্য একটি ঐতিহাসিক দিন। কৈলাসহরের অধীনে বিভিন্ন দপ্তরের প্রকল্পের আজ উদ্বোধন ও শিলান্যাস হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তার উন্নতি যা সমৃদ্ধ সমাজ গঠনের সহায়ক হবে। আজ ২৪ কোটি টাকার উদ্বোধন ও ১৪৩ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস হয়েছে। ডিজিটাল ভাবে মুখ্যমন্ত্রী প্রকল্পগুলির উদ্বোধন ও শিলান্যাস করেন। স্বাগত বক্তব্যের পর গত বছর চা শ্রমিক রাম জয় পাল বাগানের ফ্যাক্টরিতে কাজ করার সময় সেখান থেকে পড়ে মারা যান। আজ তার স্ত্রী রুমা পালের হাতে ফ্যাক্টরি ও বয়লা আইনে মনুভ্যালি কর্তৃপক্ষের দেওয়া নয় লক্ষ টাকার একটি চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। এরপর টিআর এলএম দলগুলির তাদের হাতের তৈরি করা জিনিস গুলিকে একটি নতুন ব্র্যাণ্ডে উন্নীত করা হয়।মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন,কৈলাসহরের সবার
জন্য আজ আনন্দের মুহূর্ত।১৬২কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হয়েছে আজ।তিনি বলেন,সম্প্রতি কৃত্রিম অঙ্গ তৈরির যে প্রকল্পের ভিত্তিপ্রস্তর হয়েছে বিশালগড়ে তা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম সেন্টার হচ্ছে। নরেন্দ্র মোদি চাইছেন উত্তর পূর্বাঞ্চলকে উন্নত করা। বিরোধীরা অনেক সময় বলেন, উন্নয়ন দেখা যায় না। যখন প্রধানমন্ত্রী এয়ারস্টাইক বা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন তখন বিরোধীরা তার প্রমাণ চাইছিলেন। তার জন্য আমরা বলে থাকি প্রত্যেকটি উদ্বোধনী অনুষ্ঠানে তাদের আসার জন্য। উত্তর পূর্বাঞ্চলকে উন্নত করা হলে উন্নত ভারত হবে তা এখন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বলেছিলেন হীরা মডেল দেবার কথা তা তিনি দিয়েছেন। মুম্বাই চেন্নাইয়ের পর ত্রিপুরার উন্নত ইন্টারনেট পরিষেবা আগরতলা এয়ারপোর্ট উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সব থেকে সুন্দর এয়ারপোর্ট বর্তমান সরকার আসার পর এয়ারপোর্টকে মহারাজের নামে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রীর কাছে কোন বিষয়ে কথা বললেই তা হয়ে যায়। নতুন আরেকটি রাস্তা হচ্ছে কমলপুর, আমবাসা, গণ্ডাছড়া হয়ে শান্তিরবাজার। সব কিছুর ক্ষেত্রে শান্তি ও সম্প্রীতি সব থেকে বেশি জরুরি। আগে এসকর্টে আগরতলা থেকে এখানে আসতে হতো। যাতে দশ থেকে বারো ঘন্টা সময় লেগে যেত এখন উত্তর-পূর্বাঞ্চলে শান্তি এসেছে। বাইরে থেকে অনেক ইনভেস্টার এখন রাজ্যে আসতে চাইছে। ল ইন অর্ডারে আমরা ভারতবর্ষের মধ্যে তিন নম্বরে রয়েছি। ত্রিপুরার সমস্ত জেলাকে উন্নত করা হচ্ছে। আগামী দিনে উনকোটিকে আরও উন্নত করা হবে। অনেকগুলি জাতীয় সড়ক হয়েছে। রাস্তা হলে যেতে সুবিধা হয় ব্যবসা ক্ষেত্রে অনেক সুবিধা আছে। রাস্তায় আগামী দিনের রাস্তা দেখায়। আজকে রেলে আসার সময় একটি মাল গাড়িকে ক্রস করি। বর্তমানে প্রচুর পরিমাণে পেঁয়াজ, আলু সহ বিভিন্ন ধরনের জিনিস অনায়াসে ত্রিপুরায় চলে আসছে। এবারও আমি মাননীয় রেলমন্ত্রী সঙ্গে কথা বলেছি আমাদের কৈলাসহর হয়ে বিকল্প রেল লাইনের জন্য। রেলমন্ত্রী শেষপর্যন্ত বলেন, আমি আস্তে আস্তে করবো কিন্তু প্রথমে আমরা ধর্মনগর থেকে কৈলাসহর রেল লাইন করে দেব মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে কৈলাসহরবাসী আনন্দিত ও উৎফুল্লিত। আজকের যে সমস্ত প্রকল্পগুলির শিলান্যাস ও উদ্বোধন হয়েছে সেগুলি হচ্ছে জেলাশাসক অফিস, মহকুমাশাসক অফিস, জেলা পরিবহণ অফিস, রাম কমল এইচ এস স্কুলের বিল্ডিং, তিনটি তহশিল, রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতল ভবন, চণ্ডীপুর ব্রকের প্রথম তলা বিল্ডিং, পঞ্চম নগর এলাকায় মার্কেট স্টল, পঞ্চাশ শয্যা বিশিষ্ট ডিস্ট্রিক্ট ট্রেনিং সেন্টার, ভগিনী নিবেদিতা এইচএস স্কুল, হীরাছড়া এডিসি ভিলেজের কালাইগিরিতে পানীয় জলের উৎসব সহ মোট ৩৪টি প্রকল্পের উদ্বোধন হয়। অনুষ্ঠানেশেষে মুখ্যমন্ত্রী চণ্ডীপুর ব্লকের অফিসটি ও নতুন তৈরি অফিসের-প্রথম তলাটি ঘুরে দেখেন।
অনলাইন প্রতিনিধি :-অবশেষে তেলাঙ্গানার সুরঙ্গে আটকে পড়াদের মধ্যে একটি দেহের সন্ধান করতে পেরেছে উদ্ধারকারীরা। তবে…
অনলাইন প্রতিনিধি :-বাংলাদেশের সঙ্গেভারত সবসময় সুসম্পর্ক রক্ষা করতে চায় বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ…
যত গর্জায় তত বর্ষায় না। বাংলার এই প্রবাদের গূঢ়ার্থ বুঝতে হলে রাজনীতির চশমায় নয়,আন্তর্জার নারী…
অনলাইন প্রতিনিধি :-গভীর রাত থেকে বুকে ব্যথা ও শারীরিক অস্বস্তি অনুভব করাতে দিল্লির এইমস-এ তড়িঘড়ি…
অনলাইন প্রতিনিধি :-শুক্রবার রাজধানীর আয়কর ভবনে নতুন আয়কর বিধি ও নিয়মকানুন নিয়ে নানা জটিলতা দূর…
অনলাইন প্রতিনিধি :-রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শুক্রবার মুখ্যমন্ত্রী বললেন, পঞ্চায়েতস্তরে উল্লেখযোগ্য…