শীঘ্রই রাজ্যে চালু হবে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইনঃ রাজ্যের প্রস্তাবিত ফিল্ম অ্যাও টেলিভিসন ইনস্টিটিউট গড়ে তোলার কাজ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট দপ্তর আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী । মন্ত্রী জানান , শীঘ্রই ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট চালু করা সম্ভব হবে । এদিকে , সোমবার সচিবালয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর অফিস কক্ষে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যাণ্ড টেলিভিশন ইনস্টিটিউটের শাখা দ্রুত চালু কার জন্য কী কী প্রয়োজন তার একটা খসড়া তালিকা প্রণয়নের জন্য এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান , অভিনয় সহ সম্ভাবনাময় চলচ্চিত্র শিল্পের অন্যান্য প্রাঙ্গণে রাজ্যের যেসকল প্রতিভাবান ছেলেমেয়ে কাজ করতে আগ্রহী তাদের কাজের সুযোগ করে দিতে রাজ্য সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে । যাদের অভিনয়ে এবং চলচ্চিত্র সংক্রান্ত অন্যান্য ক্ষেত্রে মেধা রয়েছে তাদের মেধাকে কাজে লাগিয়ে অন্যান্য রাজ্যের মতো এ রাজ্যেও একটি ফিল্ম ইনস্টিটিউট গড়ে তোলার জন্য সরকার কাজ করছে । এরই প্রেক্ষিতে বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । মন্ত্রী আশা ব্যক্ত করেন খুব দ্রুত ইনস্টিটিউটে কাজকর্ম চালু হবে । যারা নিজেদেরকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা করতে চান তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এনে দিতেই রাজ্য সরকারের এই উদ্যোগ । বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল , অধিকর্তা রতন বিশ্বাস , পূর্ত দপ্তরের ইঞ্জিনীয়ার ইন চিফ দীপক চন্দ্র দাস , সিনিয়র আর্কিটেক্ট সঞ্জীবন দাস , পূর্ত দপ্তরের নির্বাহী বাস্তুকারেরা , আগরতলা পুর নিগমের ইস্ট জোনের সহকারী মিউনিসিপ্যাল কমিশনার কিশোর সরকার , ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা । মন্ত্রী জানান , গত ৬ এপ্রিল কলকাতা থেকে সত্যজিৎ রায় ফিল্ম অ্যাণ্ড টেলিভিশন ইনস্টিটিউটের তিনজনের প্রতিনিধি দল আগরতলায় এসেছিল । এই টিমে ছিলেন সংস্থার ডিরেক্টর , রেজিস্টার এবং নোডাল অফিসার । তাদের রাজধানীর মঠ চৌমুহনী এলাকার নজরুল কলাক্ষেত্র ঘুরিয়ে দেখানো হয় । তারা নজরুল প্রশাসনিক কলাক্ষেত্রের অডিটোরিয়াম , প্রেক্ষাগৃহ , ওপেন গ্যালারি ইত্যাদি ঘুরে দেখেন । মন্ত্রী জানান , তিনি নিজেও কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যাণ্ড টেলিভিশন ইনস্টিটিউট পরিদর্শন করেন এবং সেখানে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন । তখন সিদ্ধান্ত হয়েছিল যে তাদের একটি প্রতিনিধি দল আগরতলায় আসবে এবং পরিকাঠামো ঘুরে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কোথায় এটি চালু করা হবে । বৈঠকে তথ্য সংস্কৃতি মন্ত্রী আশা ব্যক্ত করেন খুব দ্রুত ইনস্টিটিউটের কাজকর্ম চালু হবে।

Dainik Digital

Recent Posts

বিদ্যালয়ের অডিটোরিয়াম উদ্বোধন করেন বিপ্লব দেব!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার উত্তরপ্রদেশের হাপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে পরিচালিত শ্রীমতী ব্রহ্মদেবী সরস্বতী বালিকা বিদ্যামন্দির…

8 mins ago

ফের বৈঠকে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি !!

অনলাইন প্রতিনিধি :-বৈঠকে বসছে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সকাল ১১টায় বৈঠকে…

25 mins ago

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

19 hours ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

20 hours ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

21 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

22 hours ago