প্রধানমন্ত্রীর নরেন্দ্রমোদীর অফিসে রাহুল গান্ধি, সঙ্গে মজুত ছিলেন দেশের প্রধান বিচারপতিও!!
শীতকালের জন্য প্রস্তুতি শুরু রাজধানীতে।

অনলাইন প্রতিনিধি : শীতকালে কী ধরনের অ্যাকশন প্ল্যান নেওয়া যেতে তা নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে দিল্লি সরকার।
রাজ্যের পরিবেশমন্ত্রী গোপাল রাই এই কথা জানিয়েছেন। রাজধানী শহরে যেহেতু এই শীতের সময়ে দূষণ কিছুটা বেড়ে যায় সেই কথা মাথায় রেখেই আগে থেকে পদক্ষেপ নিতে শুরু করেছে দিল্লি সরকার। পরিবেশ মন্ত্রী এও জানিয়েছেন যে, ২০১৪ সাল থেকে দিল্লির বাতাসে দূষণের মাত্রা ধাপে ধাপে অনেকটাই কমেছে। বাতাসে পিএম ২.৫ এবং পিএম ১০- এর মাত্রা অনেকটাই আগের থেকে বলে জানিয়েছেন তিনি।মন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পরিবেশ দপ্তরের আধিকারিকেরা সকলেই হাজির থাকবেন এই বৈঠকে।
প্রতি বছর এই শীতের সময়ে দূষণের কারণে নানা শারীরিক সমস্যার মধ্যে পড়েন দিল্লির বাসিন্দারা। আবার পাঞ্জাব এবং হরিয়ানার মতো রাজ্যগুলিতে নানা সময়ে চাষের জমিতে বর্জ্য পোড়ানোর জন্যেও দূষণ আরও কিছুটা বেড়ে যায়।এই দুই রাজ্যে একর, একর জমিতে ধান চাষের পরে যে বাকি অংশ পড়ে থাকে তা পুড়িয়ে ফেলেন কৃষকরা। আর তা থেকেই দিল্লিতে দূষণ ছড়ায় বলে আগেও একাধিকবার বলেছেন বিশেষজ্ঞরা। একইভাবে দেওয়ালির সময়ে বাজি পোড়ানোর কারণেও দূষণ বাড়ে।পরিস্থিতি সামাল দেওয়ার লক্ষ্যে একাধিক পদক্ষেপও নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। বিশেষ করে এই সময়ে বিদ্যালয় কিছুদিন বন্ধ রাখা, নির্মাণকাজের ওপর নিষেধাজ্ঞা জারি করা, শিশু এবং প্রবীণদের যতটা সম্ভব বাড়ি থেকে না বেরনোর পরামর্শ দেওয়া হয়।২৮ টি দপ্তরের প্রতিনিধিদের নিয়েও এবার আরও একটি বৈঠক করার পরিকল্পনা নেওয়া হয়েছে সরকারের তরফে। পরিবেশমন্ত্রী জানিয়েছেন, সকলে মিলেই আলোচনা করে একটি অ্যাকশন প্ল্যান হাতে নেওয়া হবে। এবার যাতে দূষণের মাত্রা আরও কিছুটা কমিয়ে আনা যায় সেই বিষয়েই আরও জোর দিতে চাইছে রাজ্য সরকার।