শীতে জবুথবু গোটা রাজ্য স্কুল ছুটির দাবি পড়ুয়াদের!!
অনলাইন প্রতিনিধি :-রাজ্যে শীতের প্রকোপ বাড়ছে।প্রায় একপক্ষকাল ধরে রোদের দেখা প্রায় নেই।সকাল সন্ধ্যা ঘন কুয়াশার চাদরে মুড়ে থাকছে গোটা রাজ্য।এই অবস্থায় সকালে অধিকাংশ কচিকাঁচারা স্কুলমুখো হচ্ছে না বললেই চলে।গত এক সপ্তাহ ধরে সরকারী স্কুলগুলির পরিসংখ্যান তাই বলছে। সকালে শীতের প্রকোপের জন্য কচিকাঁচারা স্কুলমুখো হচ্ছে না।অথচ এই সময় সরকারী-বেসরকার স্কুলগুলি খোলা রয়েছে।সরকারী স্কুলগুলি এ নিয়ে ভাবনাচিন্তা করুক এই দাবি উঠেছে। প্রবল ঠাণ্ডায় জবুথবু গোটা রাজ্য।একদিকে উত্তুরে হিমেল হাওয়া,রোদের দেখা না মেলা, ঘন কুয়াশা- সব মিলিয়ে শীতে প্রভাবিত জনজীবন।এই অবস্থায় সরকারী স্কুলগুলিতে অন্তত কদিন শীতের ছুটি দেওয়া যায় কিনা এ নিয়ে দপ্তরের ভাবনাচিন্তা করা আশু দরকার বলে মনে করছে পড়ুয়ারা।