শীর্ষ আদালতের নির্দেশে স্বস্তি পেলেন হাবিলদাররা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-হাবিলদার (ইঞ্জিন ফিটার)পদে উচ্চ আদালতের নির্দেশে নিযুক্তদের চাকুরিচ্যুত করার রাজ্য সরকারের আইনি প্রয়াস নাকচ করেছে মহামান্য সুপ্রিম কোর্ট।৮ আগষ্ট সুপ্রিম কোর্ট ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে দায়ের করা এসএলপি খারিজ করেছে।সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জে.কে মাহেশ্বরী ও বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের এসএলপি খারিজ করায় কর্মরত হাবিলদাররা(ইঞ্জিন ফিটার) স্বস্তি পেলেন।তাদের মাথার উপর থেকে অনিশ্চয়তার খাঁড়া দূর হলো। উল্লেখ্য,৭ মার্চ, ২০১৭, হাবিলদারে (ইঞ্জিন ফিটার) ৫৮বি পদ পূরণ করার নিয়োগ প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকার।তিন পর্বের বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হয়। ১৫ মে, ২০১৭ সনে আরক্ষা দপ্তর নির্বাচিতদের তালিকা তৈরি করে নিযুক্তি দেওয়ার জন্য।২০১৮ সালের মার্চ মাসে সরকার বদল হবার পর বিজেপি জোট সরকার ওই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে। এর বিরুদ্ধে হাবিলদার (ইঞ্জিন ফিটার)পদে নির্বাচিত প্রার্থীদের মধ্যে তেরো জন রিট মামলা দায়ের করেন। উচ্চ আদালতের তৎকালীন বিচারপতি এস তলাপাত্র রিট মামলার রায় প্রদান করে রিট আবেদনকারীদের নিযুক্তি দেওয়ার নির্দেশ দেন।এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার রিট আপিল দায়ের করেন। উচ্চ আদালতের তৎকালীন প্রধান বিচারপতি একে কুরেসি ও বিচারপতি এসজি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রিট আপিল খারিজ করে চৌদ্দ সেপ্টেম্বর, ২০২১-এ। এরপর আরক্ষা দপ্তর রিট আবেদনকারীদের নিযুক্তি দিতে রাজ্য সরকার রাজি ছিল না।সুপ্রিম কোর্টে ছুটে যায় সরকার।ইতিমধ্যে তৎকালীন স্বরাষ্ট্র সচিব শরদিন্দু চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়।রাজ্য সরকার এসএলপি’র অজুহাতে আদালত অবমাননার দায় এড়াতে চায়।উচ্চ আদালত কড়া অবস্থান নিয়ে জানায়, সুপ্রিম কোর্ট উচ্চ আদালতের রায়ে স্থগিতাদেশ না দিলে রায় অবশ্যই কার্যকর করা হবে। নাহলে শাস্তি এড়ানো যাবে না। সুপ্রিম কোর্ট এসএলপিতে স্থগিতাদেশ দিতে সম্মত হয়নি।ফলে রিট আবেদনকারীদের নিযুক্তি দিতে বাধ্য হয় আরক্ষা দপ্তর। নিযুক্তি এসএলপির ফলাফলের উপর নির্ভরশীল। রিট আবেদনকারীরা ২০২২ সনের ডিসেম্বরে কাজে যোগ দেন।৮ আগষ্ট এসএলপির চূড়ান্ত শুনানি হয়।সুপ্রিম কোর্ট নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত নথি তলব করে।শুনানি শেষে সুপ্রিম কোর্ট এসএলপি খারিজ করেছে ৮ আগষ্ট।সম্পূর্ণ বিনা কারণে স্বচ্ছ ও সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিতদের নিয়োগ বঞ্চিত রাখার রাজ্য সরকারের প্রয়াস উচ্চ আদালত ও সুপ্রিম কোর্টে নাকচ হয়েছে। উচ্চ আদালত হাবিলদার (ইঞ্জিন ফিটার)-দের হয়ে মামলা লড়েছেন বরিষ্ঠ আইনজীবী পরুষোত্তম বায় বর্মণ আইনজীবী কৌশিক নাথ।সুপ্রিম কোর্টে ছিলেন আইনজীবী অজিত প্রবীন ওয়াঘে ও আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য।

Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

19 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

19 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

3 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

3 days ago