এই উপমহাদেশের বিভিন্ন দেশে নির্বাচনি ব্যবস্থায় অনিয়ম ও এ গড়মিল নিয়ে অভিযোগের শেষ নেই।স্বৈরাচারী কিংবা একনায়ক তান্ত্রিক শাসন ব্যবস্থায় এই ধরনের ত্রুটি বিচ্যুতির কথা আকছার শোনা গেলেও গণতান্ত্রিক ব্যবস্থাপনায় যখন নির্বাচনি পদ্ধতি ও প্রকরণ নিয়ে অভিযোগ উঠে তখন সেটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ও উদ্বেগের।
আমাদের দেশে নির্বাচনি ব্যবস্থায় বিভিন্ন অভিযোগের কথা শোনা গেলেও।মূলতঃ ভোটার তালিকা নিয়েই সবচেয়ে বেশি অনিয়ম ও পক্ষপাতিত্বের ঘটনা দেখতে পাওয়া যায়।বিশেষ করে ভোটার তালিকায় ভুতের উপদ্রব এদেশে মারাত্মক।প্রায়ই শোনা যায়, যে ব্যক্তির ১০ বছর আগে মৃত্যু হয়ে গেছে, কিন্তু ভোটার তালিকা থেকে তার নাম বাদ যায়নি।ফলে বছরের পর বছর অবলীলায় ওই মৃত ব্যক্তির আত্মা এসে পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা, লোকসভা প্রায় প্রতিটি নির্বাচনেই তিনি ভোটাধিকার প্রয়োগ করে যান। বিস্ময়ের ঘটনা হলো, মারা যাওয়ার পর ওই মৃত ব্যক্তির নাম রেশন কার্ড থেকে বাতিল হয়ে যায়। অন্যান্য নথি থেকেও নাম কাটা পড়ে যায়। কিন্তু ভোটার তালিকায় তিনি বেঁচে থাকেন দিব্যি।তাই বছরভার এই ভূতুড়ে ভোটাররা ঠিক ভোটের দিনটিতে এসে ভোট দিয়ে যান। কিন্তু তাদেরকে কেউ স্বশরীরে দেখতে পান না।শুধু মৃত বা ভূতুড়ে ভোটারই নয়, ভোটার তালিকায় আরও বহু ধরনের ভুয়ো ভোটারের অস্তিত্ব রয়েছে।অনেক ক্ষেত্রেই দেখা যায় বিয়ে হয়ে অন্যত্র স্থানান্তরিত হয়েছেন।কিন্তু ভোটার তালিকায় দুই জায়গাতেই নাম রয়েছে। আবার এমনও দেখা যায়, যিনি সুস্থ সবল দেহ নিয়ে দিব্যি হাঁটাচলা করেন। অর্থাৎ ভোটার এখনও জীবিত। কিন্তু ভোট দিতে গিয়ে দেখলেন ভোটার তালিকায় তার নামের পাশে মৃত্যু লেখা আছে।আবার ইদানিং ভোটার তালিকায় এমন বেশ কিছু ভোটারের অস্তিত্বও দেখা যাচ্ছে।যে ব্যক্তির বাবা-মা, আত্মীয়-পরিজন, কারও নাম ভোটার তালিকায় নেই। কিন্তু হঠাৎ করেই আচমকা ওই ব্যক্তির নাম ভোটার তালিকায় ঢুকে গেছে। এতকাল তিনি কোথায় ছিলেন।এমনও নয় যে তিনি প্রথমবারের ভোটার কিন্তু হঠাৎ করেই মধ্যবয়সে কিভাবে তার- আবির্ভাব- এই নিয়েও রহস্য ধরা পড়ছে।নির্বাচনে কমিশনের ভাষায় এরা নাকি ‘একলা’ ভোটার।এইভাবেই আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে একগুচ্ছ অনিয়মের গন্ধ প্রায়ই শোনা যায়। প্রায় সবকটি রাজনৈতিক দলই একে অপরের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে সরব হলেও-সব আমলেই ভুয়ো ও ভূতুড়ে ভোটারদের নিয়ে সমস্যার শেষ নেই। এভাবেই অতীতে যেমন ভোটার তালিকা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। এবারেও ভুয়ো ভোটার নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। এবার ভুয়ো ভোটার নিয়ে সংসদে আলোচনার দাবি তুলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাৎপর্যপূর্ণ দিক হলো, প্রায় সব সময়েই ভুয়ো ভোটার ও ভোটারের তালিকায় ভূতুড়ে কাজকর্ম নিয়ে অভিযোগের আঙুল উঠে শাসকের দিকেই। এই আবহেই এবার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা নিয়ে বৈঠক ডাকলেন মুখ্য নির্বাচন কমিশনার। আসলে ২০১৫ সালে ফেব্রুয়ারীতেই জাতীয় ভোটার তালিকায় পরিশোধন ও শুদ্ধিকরণ কর্মসূচি (এনই আরপিএপি) চালু করেছিল নির্বাচন কমিশন। ভোটার তালিকায় ডুপ্লিকেট এন্ট্রির সমস্যা সমাধানে এবং এই ধরনের অনৈতিকতা দূর করতেই ভোটার কার্ড ও আধার কার্ডের মধ্যে সংযুক্তিকরণের প্রয়াস শুরু হয়েছিল। এই পদ্ধতিতে মাত্র তিন মাসের মধ্যে ৩০ কোটিরও বেশি ভোটারকে সংযুক্ত করা হয়েছিল। কিন্তু ২০১৫ সালে আগষ্ট মাসে সুপ্রিমকোর্টে একটি অন্তবর্তীকালীন আদেশে বলেছিলেন যে, আধারের বাধ্যতামূলক ব্যবহার কেবল কল্যাণমূলক প্রকল্প এবং প্যান লিঙ্কিংয়ের জন্যই হওয়া উচিত। এই আদেশের পরই সংযুক্তিকরণ প্রয়াস বন্ধ হয়ে যায়। কিন্তু নির্বাচন কমিশনের একাধিক পদক্ষেপের কারণে এবং রাজনৈতিক দলের অভিযোগের প্রেক্ষিতে ২০২১ সালে আবার ১৯৫১ এর জনপ্রতিনিধিত্ব আইনের সংশোধন হয় এবং আধারের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণের সিদ্ধান্ত হয়। চলতি বছরই মাঝামাঝিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বিহারে। তারপরই কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং আসামে ভোট।এই প্রেক্ষিতে ১৮ই মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্র, আইনমন্ত্রক ও আধার কর্তৃপক্ষের সঙ্গে নির্বাচন কমিশনার বৈঠকে দেশের নির্বাচনি ব্যবস্থাকে কতটা পরিশুদ্ধ এবং অবিতর্কিত করতে পারে সেটাই হবে বড় পরীক্ষা।
অনলাইন প্রতিনিধি :-পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলায় সংসদ সড়ক নিরাপত্তা কমিটির বৈঠক…
অনলাইন প্রতিনিধি :-শহরে সূর্যের প্রচণ্ড তাপদাহের মধ্যেও চৈত্রের শেষ 'সময়ে রিডাকশন সেল মেলা তথা বাজার…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পুলিশের অফিযানে ক্ষুব্ধ কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের কাছে করলেন নালিশ।বিশ্ববিদ্যালয়ের প্রায়…
অনলাইন প্রতিনিধি :-পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাতে প্রস্তুত বাঙালিরা। বাঙালির ১২ মাসের ১৩ পার্বণের…
গুজরাটে কংগ্রেসের সদ্য সমাপ্ত অধিবেশনে নয়া স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে।কংগ্রেস এখন থেকে পিছিয়ে পড়া বিশেষ করে…
অনলাইন প্রতিনিধি :-জিবি হাসপাতালে ক্যান্টিনের ঘর ভাড়া দিয়ে প্রায় এক কোটি টাকা না মিটিয়ে দিয়ে…