অনূর্ধ্ব চৌদ্দ এবং সতেরো বয়স গ্রুপের খেলাধুলাকে বাদ দিয়ে শুধু অনূর্ধ্ব উনিশ বয়স গ্রুপে জাতীয় স্কুল ক্রীড়ার আসর এবার আয়োজন করতে যাচ্ছে স্কুল গেমস ফেডারেশন অব ইণ্ডিয়া (এসজিএফআই)। মোট একুশটি ইভেন্টে প্রতিযোগিতা আয়োজন করা হবে। দিল্লী এবং মধ্যপ্রদেশের ভূপাল দুটি জায়গায় জাতীয় স্কুল আসরের খেলাগুলো হবে। এসজিএফআইয়ের তরফে আজ জাতীয় স্কুল ক্রীড়ার (২০২২-২৩ বর্ষ) খেলাধুলার আয়োজন সম্পর্কে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডকে জানানো হয়েছে। অ্যাথলেটিক্স, ফুটবল, জুডো, ব্যাডমিন্টন, হকি, বক্সিং, বাস্কেটবল, খো খো, কাবাডি, সুইমিং, ওয়েটলিফটিং, টেনিস, হ্যাণ্ডবল, ভলিবল, টেবিল টেনিস ও জিমনাস্টিক্স ইভেন্ট রয়েছে এই তালিকায়।গত ২০১৯-২০ সালে শেষবার জাতীয় স্কুল ক্রীড়া আসর হয়েছিল। ফেডারেশনের ঝামেলার কারণে গত ২০২০-২১ এবং ২০২১-২২ সালে খেলাধুলা হয়নি। দুবছর খেলা বন্ধ রাখার পর এখন গত ২০২২-২৩ বর্ষের খেলাধুলা আয়োজন করতে যাচ্ছে এসজিএফআই।এর মধ্যে আবার অনূর্ধ্ব চৌদ্দ এবং সতেরো বয়স গ্রুপের খেলাধুলাকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে।এসজিএফআইয়ের তরফে বার্তা পাওয়ার পর এখন অনূর্ধ্ব উনিশ বয়স গ্রুপে জাতীয় স্কুল ক্রীড়ার বিভিন্ন ইভেন্টে টিম পাঠানোর উদ্যোগ নিচ্ছে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড। তবে জাতীয় স্কুল ক্রীড়া আসরে অনূর্ধ্ব চৌদ্দ ও সতেরো বয়স গ্রুপে কোনও খেলাধুলা না হওয়ার কারণে রাজ্যের খেলোয়াড়রা এতে বঞ্চিত হচ্ছে। রাজ্যে এখন স্কুল ক্রীড়ার বিভিন্ন ইভেন্টে রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়ার খেলাধুলা শুরু হয়েছে। অনূর্ধ্ব চৌদ্দ, সতেরো ও উনিশ বয়স গ্রুপে পনেরোটিরও বেশি ইভেন্টে খেলাধুলা সংঘটিত করছে স্কুল স্পোর্টস বোর্ড।তবে রাজ্য আসরে ভালো পারফরম্যান্সের পরও অনূর্ধ্ব চৌদ্দ এবং সতেরো বয়স বিভাগের ছেলে ও মেয়েরা জাতীয় স্কুল আসরে অংশগ্রহণ করতে পারছে না। ফলে অনূর্ধ্ব চৌদ্দ এবং অনূর্ধ্ব সতেরো বয়স গ্রুপের ছেলেমেয়েরা একপ্রকার
হতাশ হয়ে পড়বে বলা চলে। শুধুমাত্র রাজ্যভিত্তিক খেলায়
অংশ নিয়েই বছর কাটাতে হবে রাজ্যের সমস্ত অনূর্ধ্ব চৌদ্দ,
সতেরো স্কুল পড়ুয়া প্লেয়ারদের।
দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…