শুধু সাপ চাষ করেই কোটিপতি হয়েছেন জিতিসিয়াবাসী

এই খবর শেয়ার করুন (Share this news)

বাড়িতে বড় বড় কাঠের বাক্স । গ্রামের প্রতিটি পরিবার সাপের চাষ করেই নিজের অর্থ রোজগারের চাকাকে পুরোপুরি ঘুরিয়ে দিয়েছেন । আগের তুলনায় গোটা গ্রামটাই আর্থিক দিক থেকে অনেক বেশি উন্নত হয়ে গিয়েছে । আসলে , চিনের কিছু অংশে সাপের মাংসের বেশ চাহিদা রয়েছে । সেগুলি চিলি চিকেনের মতো সয়া সস , পেঁয়াজ পাতা দিয়ে রান্না করা হয় । কখনও বা স্যুপের মতো করে বানানো হয় । খেতে অনেকটা যেন মাছ ও চিকেনের মাঝামাঝি । তবে একটু শক্ত । অন্যদিকে , সাপের পিত্তি , শরীরের বিভিন্ন অংশও খান অনেকে । সাপের দেহ মদের বোতলের মধ্যে পুরে রেখে দেওয়া হয় । সেটা পান করেন কেউ কেউ । মনে করা হয় , এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বৃদ্ধি করে । শরীর সতেজ রাখে ও দীর্ঘায়ু হতে সাহায্য করে । আধুনিক প্রজন্ম যতই শিক্ষিত এবং আর্থিক দিক থেকে বলীয়ান হয়ে উঠুক না কেন , প্রাচীন পন্থা থেকে আজও তারা বেরিয়ে আসতে পারেন নি । প্রতিটি পরিবার এই সাপের কারবার করেই ভারতীয় মুদ্রায় বছরে ৪০ লক্ষ টাকার কাছাকাছি আয় করেন । সাপের বিষ ও শরীরের বিভিন্ন অংশ ওষুধ তৈরির কাজেও ব্যবহার করা হয় । শুধু চিনের মধ্যেই নয় । চিনের বাইরেও সাপের চাহিদা আছে । জাপান ও দক্ষিণ কোরিয়ায় রফতানি করা হয় । সাপ পাঠানো হয় জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্রেও । স্থানীয়দের কথায় , ইয়াং – হং – চাং নামের এক কৃষকই প্রথম সাপ পালন করা শুরু করেন । আজ থেকে বেশ কয়েক দশক আগের কথা । এই সাপের ব্যবসা করেই বেশ জাঁকিয়ে বসেন তিনি । তার দেখাদেখি অন্যান্য গ্রামবাসীরাও তখন কৃষিকাজ জান বা অন্য পেশা ছেড়ে দেন । তারপর সবাই মিলে সাপের ব্যবসাতেই নেমে পড়েন । 66 বছর বয়সী ইয়াং হং – চাং জিসিকিয়া স্নেক অ্যাসোসিয়েশনের সভাপতি ওখানকার ‘ বসবাসকারী মানুষজন তাকে ‘ সাপের রাজা ‘ বলে অভিহিত করেছেন । স্থানীয়রা জানালেন , বিশ বছরের বেশি সময় সাপের প্রজননের অভিজ্ঞতা রয়েছে তার । জিসিকিয়া গ্রামের বাসিন্দারা জানালেন যে , তারা বহুবার সাপের ছোবল খেয়েছেন , ওটাকে তারা এখন আর সেরকম আমল দিতে নারাজ । বরং গোটা গ্রামবাসীরা এতটাই বেপারো হয়ে গিয়েছেন , যে সাপে কাটাকে বিন্দুমাত্র ভয় পায় না তারা । বড় কোন বিষধর সাপের কামড়ে প্রাণসংশয় থেকে বাঁচতে অ্যান্টিডোট ব্যবহার করে চিকিৎসা করা হয় । অ্যান্টিডোট তৈরি হয় বিষধর সাপের বিষ থেকেই । যা বিষধর সাপের উপরের চোয়ালের সামনের দিকের দুটি বড় দাঁতের গ্রন্থি থেকে নিঃসৃত হয় । আর প্রতিদিন জিসিকিয়ার মানুষগুলো ওষুধ সংস্থাগুলিকে এই বিষ জোগান দিয়ে কোটি কোটি টাকা রোজগার করছেন । এছাড়াও সাপের বিষ থেকে বিভিন্ন রকমের সিরাম তৈরি হয় , যা বিভিন্ন রকমের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হইয়ে থাকে । লাও ইয়াংয়ের মতো বিষাক্ত সাপকেও পোষেন তারা । এই ধরনের সাপ যদি কোনো ব্যক্তিকে কামড়ায় , তাহলে ৭২ ঘণ্টার মধ্যে চিকিৎসা না করা হলে তা প্রাণঘাতী হবে । কিন্তু এত ঝুঁকি থাকা সত্ত্বেও জিসিকিয়ার মানুষগুলি নির্ভয়ে সাপ চাষ করে চলেছেন ।বড় বড় ঔষুধ কোম্পানিকে তারা সাপের বিষ বিক্রি করে থাকেন , এ ছাড়াও বিষাক্ত সাপের অভ্যন্তরীণ অঙ্গগুলি বের করার পর সাপের পিত্ত কেটে একটি পাত্রে ডুবিয়ে রেখে দেয় , বাকি শরীরের অংশ মশার কয়েলের মতো ভিসরেটেড সাপগুলিকে রোদে শুকিয়ে ওষধি উপাদান ব্যবসায়ী সমিতিকে চড়া দামে বিক্রি করে দেন । আর নির্বিষ সাপগুলির মাংস , পিত্ত , সাপের ছাল বেশ চড়া দামে আলাদা আলাদা বিক্রি করে জীবন যাপন করেন জিসিকিয়ার মানুষগুলি ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

14 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

14 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

15 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

2 days ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

2 days ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

3 days ago