শুধু সুদর্শন চক্রেই থেমে নেই আরও শক্তি মজুত করল ভারতীয় সেনা!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের হেভি ফায়ারিং, ড্রোন অ্যাটাক মোকাবিলা একা হাতেই সামাল দিচ্ছিল ভারতীয় এয়ার ডিভেন্স সিস্টেম এস-৪০০। যা আবার সুদর্শন নামে পরিচিত। এবার তাকে সঙ্গত দিতে মাঠে নামছে আরও তিন তিনটি পরাক্রমশালী ডিফেন্স সিস্টেম। সূত্রের খবর, ইতিমধ্যেই ভারতে চালু হয়ে গিয়েছে চারটি অ্যান্টি ড্রোন সিস্টেম। এস-৪০০ এর সঙ্গেই থাকছে L-70, ZSU-23, Shilka। শত্রুর ছোড়া ড্রোন থেকে মিসাইল আটকাতে এদের জুড়ি মেলা ভার।