শুরুতেই হোঁচট

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের পালে হাওয়া তুলতে ফের একবার ময়দানে নামলেন রাহুল গান্ধী।ভারত জোড়ো যাত্রার পর এবার ‘ন্যায় যাত্রা’।পূর্ব ঘোষিত কর্মসূচি মোতাবেক রবিবার অর্থাৎ ১৪ জানুয়ারী মনিপুর থেকে কংগ্রেসের দ্বিতীয় জনসংযোগ যাত্রা শুরু করেছেন সাংসদ রাহুল গান্ধী।এর আগে ভারত জোড়ো যাত্রায় দক্ষিণ ভারতের সঙ্গে উত্তর ভারতকে জুড়েছিলেন রাহুল গান্ধী। এবার পূর্বের সাথে পশ্চিম ভারতকে জোড়ার অভিযানে নেমেছেন কংগ্রেস নেতা। হিংসায় বিধ্বস্ত মণিপুর থেকে রবিবার শুরু হয়েছে তাঁর এই পদযাত্রা।আগামী ৬৭ দিনে ১৫ টি রাজ্যের ১১০ টি জেলার মধ্যে দিয়ে যাবে এই ‘ন্যায় যাত্রা’।শেষ হবে মুম্বাইতে গিয়ে।জানা গেছে,রবিবার মণিপুরের থৌবাল জেলা থেকে পদযাত্রায় সূচনা করেছেন রাহুল গান্ধী।প্রথমে ইম্ফল থেকেই যাত্রা শুরু করার পরিকল্পনা থাকলেও, প্রশাসনের অনুমতি না মেলায় থৌবাল থেকে যাত্রা শুরু করেছেন রাহুল।তবে সীমিত সংখ্যক কংগ্রেস নেতাই যোগ দিতে পেরেছেন।মণিপুরে মোট একশ কিলোমিটার পথ অতিক্রম করার কথা রয়েছে।


এই পর্যন্ত সবই ঠিক আছে। কিন্তু ন্যায় যাত্রা শুরুর দিন বড় ধাক্কা ও হোঁচট খেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।সেই সাথে কংগ্রেস দলও। কংগ্রেসের তরুণ তুর্কি নেতাদের অন্যতম মিলিন্দ দেওরা রবিবার কংগ্রেস ছাড়লেন।মিলিন্দ দেওরার কংগ্রেস ছাড়ার পর রাহুল ব্রিগেডে মাত্র আর একজন লেফটেন্যান্ট পড়ে রইলেন।তিনি রাজস্থানের শচীন পাইলট।কংগ্রেস পরিবার বিশেষ করে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ এবং রাহুল গান্ধীর খুবই কাছের পরিচিত মিলিন্দ দেওরা রবিবার সকালে একেবারে ব্রজপাতের মতো ঘোষণা করেন যে, তিনি কংগ্রেস ছাড়ছেন।খবরে প্রকাশ মিলিন্দ দেওরা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে গোষ্ঠীর শিবসেনায় যোগ দিতে চলেছেন।এই ঘটনায় রাহুলের দ্বিতীয় পর্যায়ের ভারত জোড়ো যাত্রা (ন্যায় যাত্রা) প্রথম কদমেই বড় হোঁচট খেলা বলে মনে করছেন রাজনৈতিক মহল।কেন না,আগামী ২২ জানুয়ারী অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন এবং রামের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে পদ্ম শিবির,গোটা দেশের আবেগকে যে উচ্চতায় নিয়েগেছে এবং নিয়ে যাচ্ছে, তাতে রাহুল গান্ধীর ‘ন্যায় যাত্রা’অনেকটাই চাপা পড়ে গেছে।তার মধ্যে ন্যায় যাত্রার শুরুতেই রাহুল ব্রিগেডের এক সেনাপতির এইভাবে দল ছাড়ার খবর ছড়িয়ে পড়তেই এই নিয়ে জোড় জল্পনা শুরু হয়েছে।প্রশ্ন হচ্ছে রাহুলের অন্যতম ঘনিষ্ঠদের তালিকায় থাকা গান্ধী পরিবারের অত্যন্ত বিশ্বস্ত তরুণ তুর্কি নেতা মিলিন্দ দেওরা কেন কংগ্রেস ছাড়লেন?এই নিয়ে মুখে মুখে জল্পনার পাহাড়তৈরি হচ্ছে। কেউ বলছে,তাঁর প্রতি অন্যায় করা হয়েছে।কেউ বলছে জোটের আসন বণ্টন নিয়ে কংগ্রেস স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হয়েছে।সেই ক্ষোভেই দল ছেড়েছেন দেওরা।এমন আরও অনেক জল্পনা চলছে।রাহুলের ন্যায় যাত্রার দিন মিলিন্দ দেওরা পদত্যাগের ঘোষণা করায় স্বাভাবিক ভাবেই বিজেপি হাতের মোয়া পেয়ে গেছে।বিজেপি নেতা অমিত মালব্য বলেছেন,ন্যায় যাত্রা শুরু করার আগে রাহুল গান্ধী আগে নিজের দলের নেতাদের প্রতি ন্যায় করুন।মিলিন্দের আচমকা এই মত পরিবর্তনে অস্বস্তিতে পড়া কংগ্রেসও বিবৃতি দিতে অনেকটা সংযম পালন করেছে।তবে, দক্ষিণ মুম্বাইয়ের মতো অভিজাত এলাকা থেকে দুবারের সাংসদ মিলিন্দকে হারানো কংগ্রেসের পক্ষে লোকসভা ভোটের আগে যথেষ্ট বড় আঘাত বলে মনে করা হচ্ছে। প্রশ্ন উঠেছে,যে উৎসাহ এবং উদ্দীপনায় রাহুল গান্ধী তরুণ তুর্কি নেতাদের নিয়ে ঘুঁটি সাজিয়েছিলেন,সেই দুর্গের তো একে একে স্তম্ভ খসে পড়েছে।জ্যোতিরাদিত্য সিন্ধিয়া,জিতিন প্রসাস,আর পিএনসিং,শচীন পাইলট, মিলিন্দ দেওরা,এরাইতো ছিলেন রাহুলের তরুণ সেনাপতিরা।খবরে প্রকাশ, মিলিন্দ দেওরার সাথে সম্প্রতি কংগ্রেস নেতৃত্বের মনোমালিন্যের কারণ ছিলো, ইন্ডিয়া জোটের আসন বণ্টন নিয়ে আলোচনা।উদ্ধব থাকরের অন্যতম সেনাপতি সঞ্জয় রাউতের কাছে দেশের প্রাচীনতম দলের নতি স্বীকার মেনে নিতে পারেনি মিলিন্দ। তাছাড়া তাকে দলের মধ্যেও কোণঠাসা করে দেওয়া হয়। যা তাঁরা কাছে ছিলো অপমানের।ফলে ঝোঁপ বুঝেই কোপ দিয়েছেন একনাথ শিণ্ডে।লোকসভা টিকিটের কথা বলেই মিলিন্দকে দলে শামিল করেছেন একনাথ।যা কংগ্রেসের জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ভূমিকম্পে কেঁপে উঠল নিউ ব্রিটেন আইল্যান্ড!!

অনলাইন প্রতিনিধি :-ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনির উপকূলের নিউ ব্রিটেন আইল্যান্ড। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা…

19 hours ago

৫৪৫ টাকায় অফিসের শৌচালয় ভাড়া তরুণীর!!

অনলাইন প্রতিনিধি :- পড়াশোনা করে অল্প বয়সে চাকরি পেয়েছেন বটে, কিন্তু নতুন চাকরির টাকায় চড়া…

22 hours ago

জমি কেলেঙ্কারি, মুখ্যমন্ত্রীকে সময়সীমা দিলো কংগ্রেস!!

অনলাইন প্রতিনিধি:- জমি কেলেঙ্কারির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চওড়া করলো প্রদেশ কংগ্রেস। বিরোধী দল কেলেঙ্কারিতে…

22 hours ago

কলেজ ছাত্রীকে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি ও মারধর, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- ধর্মনগর ডিগ্রি কলেজের এক ছাত্রীকে মারধর, শ্লীলতাহানি সহ মুখে অ্যাসিড মারার হুমকি দেয়…

22 hours ago

জাতি-জনজাতির কৃষ্টি রক্ষায় কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি:- বর্তমান সরকার হল মানুষের সরকার। এমনই দাবি এ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার। শুক্রবার…

22 hours ago

ওয়াকফ বিল!!

দীর্ঘ আলোচনা শেষে অবশেষে পাস হয়ে গেল বহুচর্চিত এবং প্রতীক্ষিত ওয়াকফ সংশোধনী বিল। সংসদের দুই…

22 hours ago