নয়ডার ছাত্রী নিবাসে ভয়াবহ আগুন, প্রান রক্ষায় ঝাপ একের পর এক ছাত্রীর!!
শুরু হচ্ছে ফুটবল মরশুম!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৭ই জুন থেকে শুরু হচ্ছে এবছরের এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের ফুটবল মরশুম। ১৬ টি ক্লাবকে নিয়ে আয়োজিত তৃতীয় ডিভিশন ফুটবলের আসরের উদ্বোধন হবে ১৭ই জুন। আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামে সরোজ সংঘ ও ইকফাই এফ.সি। পাশাপাশি ১৮ই জুন থেকে শুরু হবে মহিলা ফুটবলের আসর। সেদিকে লক্ষ্য রেখে এিপুরা রেফারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্যের রেফারিদের নিয়ে শুক্রবার একদিনের ফিটনেস ক্যষ্পের আয়োজন করা হয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে। এদিনের এই শিবিরে সারা রাজ্য থেকে ৫০ জন রেফারি অংশ গ্রহন করে। যার মধ্যে রয়েছে ৩ জন মহিলা রেফারি। এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত লিগ ও নক আউট ফুটবল প্রতিযোগিতা গুলো যেন সুন্দর ভাবে রেফারিরা পরিচালনা করতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এই শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান এিপুরা রেফারি অ্যাসোসিয়েশনের সচিব নারায়ন দে।