শুরু হলো চৈত্র মেলার বাজার

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || মঙ্গলবার থেকে শুরু হলো চৈত্র মেলা, চলবে আগামী চৌদ্দ এপ্রিল পর্যন্ত। অন্যান্য বছরের ন্যায় এবছরও আগরতলা পুরো নিগমের পক্ষ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে বিনা পয়সায় ব্যবসা করার সুযোগ করে দেওয়া হয়েছে। শকুন্তলা রোড এবং জ্যাকসন গেট এলাকায় বসেছে চৈত্রের হাট। গ্রাম গঞ্জের বহু মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে চৈত্রের হাটে কেনা কাটার জন্য। তাদের ধারণা চৈত্রের হাটে কম মূল্যে জিনিস বিক্রি হয়। ব্যবসায়ীরাও অপেক্ষায় থাকে দুপয়সা আায় করার জন্য।