শেকঁড়হীন হয়ে পড়লো সিপিএম!!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। টানা ২৫ বছর ক্ষমতায় থাকা একটি রাজনৈতিক দল ক্ষমতা হারানোর মাত্র পাঁচ বছরের ব্যবধানে কতটা অস্তিত্বহীন, কতটা শেকঁড়হীন হয়ে যেতে পারে, তা দেখালো ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফল। যে কমিউনিস্ট সুর্য অস্ত যায়না বলে একসময় দম্ভ করতেন সর্বহারা নেতারা, তারা আজ জনবল হারিয়ে সত্যিকার অর্থেই সর্বহারা। রক্তবীজের বংশধরখ্যাত দলটির এমন রক্তশুন্যতার পরিস্থিতি তৈরি হয়েছে যে, এবার বিধানসভায় বিরোধী দলনেতার পদটিও আজ তাদের দখলে রাখার মতো শক্তি নেই। নীতি এবং আদর্শের বিসর্জন দিয়ে কংগ্রেসের সাথে জোট করে এরা শুধু নিজেরাই ডুবলো না, হাজার হাজার বামপন্থী আদর্শে বিশ্বাসী কর্মী সমর্থকদের ভাবাবেগকেও ওরা পদদলিত করেছে।

যে কমিউনিস্টরা একদিন পাহাড়ের শক্তি নিয়ে বড়াই করত, সেই পাহাড়েই আজ তাদের ঠেলে ফেলে দিয়েছে গভীর লুঙ্গায়। পশ্চিমবঙ্গেও পঁয়ত্রিশ বছরের দীর্ঘতম কমিউনিস্ট শাসনে ছেদ পরার পর দলের অস্তিত্ব এখন গভীর সংকটে। ত্রিপুরার পরিস্থিতিও সেই পথেই এগোচ্ছে এখন। চিরশত্রু কংগ্রেসের সঙ্গে হাতমিলিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গিয়েও ব্যুমেরাং হয়েছে। ত্রিপুরার রাজনৈতিক সচেতন মানুষ সেই অনৈতিক জোটকে প্রত্যাক্ষান করেছে। অথচ এরাই এই জোটকে মানুষ চেয়েছে বলে, মানুষের জোট বলে প্রচার করে গেছে রাতদিন। ভোরবেলায় দলবেধে ভোটকেন্দ্রে গিয়ে শুধু পরিবর্তন নয়, প্রত্যাবর্তনের জন্যও যে ভোট হতে পারে, সেটা এবার প্রমানিত হয়েছে।

পাঁচবছর আগের ষোলটি জয়ী আসনও এবার ধরে রাখতে পারেনি বামেরা। ঘরে বসে মানুষের সাথে যোগাযোগ ছিন্ন করে, আর সোশ্যাল মিডিয়ায় হাওয়া তুলে এই বামেরাই প্রচার করে বেরিয়েছে তারাই ক্ষমতায় আসছে। ফলাফল প্রকাশের পর দেখা গেল, একসময়ের দোর্দন্ড প্রতাপশালী সিপিএম এখন এগারোজনের ফুটবল দলে পরিনত হয়েছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌছেছে যে, এখন রিজার্ভ বেঞ্চে বসারও লোক নেই। পাঁচবছর আগে ক্ষমতা হারিয়ে মেলারমাঠের তথাকথিত তাত্ত্বিক নেতারা যখন ঘর থেকে বেরোলেন, তখন অনেক দেরি হয়ে গেছে। আত্মতৃপ্তিতে ভোগে সবকিছু নিজেদের মত করে ব্য করলেন মেলারমাঠের নেতারা।

কিন্তু একবারও ভেবে দেখলেন না মানুষ আসলে কি চাইছে? এবারের ভোটগ্রহণ এবং ভোটগননা শেষে অভিযোগ তোলারও রাস্তা খোলা রাখলনা কমিশন। ফলে এখন মানুষকে বলার মতোও কিছু খুঁজে পাচ্ছে না। পাঁচ বছরে ঘরবন্দী নেতারা যখন বুঝতে পারলেন, ততক্ষনে বিজেপি একাই বত্রিশ আসনে জয়ী হয়ে গেছে। উল্টোদিকে কোনোরকম এগারো নিয়ে দুপায়ে খাড়া রইল মেলারমাঠ। খোদ দলের রাজ্যসম্পাদক জীতেন্দ্র চৌধুরী সাব্রুমে হারতে হারতে কোনোরকম ভাবে জয়ী হয়েছেন।শেষ পর্যন্ত নিজের পরাজয় ঠেকাতে পারলেও, পুরো দলটাকেই ডুবিয়ে দিলেন জিতেন বাবুরা। এই পরাজয় থেকে মেলারমাঠ কোনো শিক্ষা নেয় কিনা, এখন সেটাই দেখার।

Dainik Digital

Recent Posts

প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড!!

অনলাইন প্রতিনিধি :-প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড। মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।…

2 hours ago

সব রাজ্যের মুখ্যসচিবদের নির্দেশ কেন্দ্রের!!

অনলাইন প্রতিনিধি :-জরুরি বৈঠকে বসলেন স্বরাষ্ট্র সচিব ও আইবি প্রধান। বৈঠকে রয়েছেন মুখ্যসচিবরাও। জানা যাচ্ছে,…

2 hours ago

পাকিস্তানের ছোড়া গুলিতে শহিদ সাব-ইন্সপেক্টর এমডি ইমতিয়াজ!!

অনলাইন প্রতিনিধি :-বিকেল পাঁচটায় সংঘর্ষবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফের গিরগিটি রূপ ধারণ করল পাকিস্তান।…

3 hours ago

৩ ঘণ্টা না পেরোতেই সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের!

অনলাইন প্রতিনিধি :-রাত পোহানো দূর অস্ত। চার ঘণ্টাও কাটল না। এর মধ্যেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে…

3 hours ago

ফের চারধাম যাত্রায় হেলিকপ্টার সার্ভিস চালু!!

অনলাইন প্রতিনিধি :-ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনার কারণে, নিরাপত্তার জন্য চারধামে হেলিকপ্টার পরিষেবা বন্ধ…

5 hours ago

ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প!!

অনলাইন প্রতিনিধি :-রাতভর দীর্ঘক্ষন আলোচনা হয়, তারপরই দুই দেশ অবিলম্বে সম্পূর্ণ সংঘর্ষবিরতিতে রাজি হয় বলে…

5 hours ago