অনলাইন প্রতিনিধি :-পূর্বোত্তর গেমসের শেষদিনে আরও দুটি পদক এলো ত্রিপুরার ঝুলিতে।শনিবার গেমসের সমাপ্তি দিনে বেল্ট রেসলিং ইভেন্টে দুটি ব্রোঞ্জ পদক পেয়েছে ত্রিপুরা।ছেলেদের একশো কেজি বিভাগে সুমন দাস এবং মেয়েদের পঁয়ষট্টি কেজি বিভাগে ঝিমি দেববর্মা এই ব্রোঞ্জ পদক জিতেছেন। এর মধ্য দিয়েই পূর্বোত্তর গেমসে ত্রিপুরার অভিযান শেষ হলো।
শেষদিনে বেল্ট রেসলিংয়ের পাশাপাশি অ্যাথলেটিক্সের ক্রস কান্ট্রি প্রতিযোগিতাও ছিল ত্রিপুরার।তবে তাতে সুযোগ করে উঠতে পারেনি ত্রিপুরার গ্রুপে থাকা চার অ্যাথলিট। ষষ্ঠ স্থানে থামতে হয়েছে তাদের।পূর্বোত্তর গেমসে সব মিলিয়ে ত্রিপুরার দখলে এবার একটি সোনা সহ মোট ষোলটি পদক।পদকের তালিকায় একটি সোনা ছাড়াও রয়েছে চারটি রৌপ্য ও এগারোটি ব্রোঞ্জ পদক। পদক তালিকায় সবার নিচে তথা আট নম্বর স্থানে রয়েছে ত্রিপুরা।যেখানে মণিপুর ৫২টি সোনা, ৩৮টি রৌপ্য ও ৪০টি ব্রোঞ্জ সহ মোট ১৩০টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ নাগাল্যান্ড। তাদের দখলে ৪৮টি সোনা, ৪২টি রৌপ্য ও ৪৪টি ব্রোঞ্জ পদক রয়েছে। পদকের তালিকায় মিজোরাম, অরুণাচল, সিকিম ও মেঘালয়ের নিচে ত্রিপুরার স্থান।উল্লেখ্য, গত বছর মেঘালয়ে দ্বিতীয় নর্থ ইস্ট অলিম্পিক গেমসে পদক তালিকায় আট-এর মধ্যে ত্রিপুরা ছিল সাত নম্বর পজিশনে।ওই বছর ত্রিপুরার দখলে ছিল ৪টি সোনা, ১১টি রৌপ্য ও ২৬টি ব্রোঞ্জ সহ মোট ৪১টি পদক।নাগাল্যান্ডে ছয়দিন ব্যাপী আয়োজিত তৃতীয় বর্ষ পূর্বোত্তর গেমসের সমাপ্তি হলো আজ। সুভিমা চুমুকেদিমার রিজিনাল সেন্টার ফর স্পোর্টিং এক্সিলেন্স কমপ্লেক্সে শনিবার সন্ধ্যায় এর সমাপ্তি অনুষ্ঠান হয়। উল্লেখ্য, নাগাল্যান্ডে পূর্বোত্তর গেমসে এবার নর্থ ইস্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা নামে অংশ
নিয়েছে।মোট দশটি ইভেন্টে তাতে অংশ নিয়েছিল ত্রিপুরা
অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…
অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…
অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…
অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…
নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…