অনলাইন প্রতিনিধি :-রঞ্জি ট্রফির রাজ্যদল গঠনের জন্য তিন দিনের দুটি প্রস্তুতি ম্যাচ দিয়েই এই প্রথম পর্ব শেষ হলো।যদিও এমবিবি স্টেডিয়ামে টিসিএর ক্রীড়াসূচি অনুযায়ী তিনটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিল।কিন্তু আজ দ্বিতীয় দিনের প্রস্তুতি ম্যাচের শেষ দিনে টিসিএ থেকে সিনিয়র ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয় আর প্রস্তুতি ম্যাচ হচ্ছে না।অর্থাৎ তৃতীয় ম্যাচ বাতিল করেই এই পর্ব শেষ করল টিসিএ। আবার কবে থেকে ফের ক্যাম্প শুরু হবে কিংবা দলকে বাইরে পাঠানো হবে কিনা তার কিছুই জানানো হয়নি।স্রেফ এক কোচ ক্রিকেটারদের জানিয়ে দেন টিসিএ বলেছে আজই এই পর্বের ক্যাম্প শেষ হলো। তৃতীয় ম্যাচটি হবে না। যদিও পেশাদাররা করে ফিরছে তা এখনও স্পষ্ট নয়। চিফ কোচ শশীকান্ত কবে আসছে তাও স্পষ্ট নয়।এদিকে আজ বি দল তাদের ইনিংসে ৪৯.৩ ওভারে ১৮২ রান তুললে এ দলের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ১৯৫ রানের।বি দলের হয়েসম্রাট সূত্রধর ৫৪ (৭৫) (৬০৪, ১০৬) রজত দে ৪৭ (৪৯) (৪×৪, ২০৬) ছাড়া আর কেউ তেমন রান পায়নি। বোলিংয়ে শুভম ঘোষ (৫-০-২৮-৪) ছাড়া অন্যরা তেমন বড় সাফল্য পায়নি। ম্যাচ জেতার জন্য দরকার ১৯৫ রান। তার জবাবে ৫০ ওভার এ দল পুরো ব্যাটিং করে ছয় উইকেটে ৩৪৬ রান তুলে।এ দলের পক্ষে বিক্রম দাস ৮০ বলে ৭১ (১২০৪) রান করে।প্রথম ম্যাচেও বিক্রম (৯৩) বড় রান পেয়েছিল।বিক্রম ছাড়াও শুভম ঘোষ ৫২ (৪৪) (৫×৪, ৪০৬) আট রান পায়।তবে রিয়াজ উদ্দিন প্রথম ইনিংসে শতরান করার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ বলে অপরাজিত ৭৪ রান করে। ১১টি চার ও ৩টি ছয় ছিল তার ইনিংসে।রিয়াজ উদ্দিন ছাড়াও অভিজিৎ সরকার ৩৩ বলে ৫৭ রান করে। তার ঝড়ো ইনিংসটি ছয়টি চার ও চারটি ছয়ে সাজানো ছিল। এই জুটি ২২২/৬ থেকে স্কোর ৩৪৬/৬ টেনে তুলে। জুটিতে ৫৮ বলে ১২৪ রান যোগ হয়। একেবারে টি-২০ মেজাজেই ছিল রিয়াজ অভিজিৎ জুটি। চিরঞ্জিৎ পাল (৮০/৩)।
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…
অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সস্তায় ভালো গুণমানসম্পন্ন জনঔষধি তথা জেনারিক মেডিসিন…
অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ…
অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৭৮ কোটি…
অনলাইন প্রতিনিধি :-বিগত ছয় মাসে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে ২২টি মামলা হস্তান্তর করা হয়েছে।২০২৪ সালের…