শেষ দিনে ব্যাটে রান পেলো বিক্রম, রিয়াজ, অভিজিৎ, শুভম!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রঞ্জি ট্রফির রাজ্যদল গঠনের জন্য তিন দিনের দুটি প্রস্তুতি ম্যাচ দিয়েই এই প্রথম পর্ব শেষ হলো।যদিও এমবিবি স্টেডিয়ামে টিসিএর ক্রীড়াসূচি অনুযায়ী তিনটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিল।কিন্তু আজ দ্বিতীয় দিনের প্রস্তুতি ম্যাচের শেষ দিনে টিসিএ থেকে সিনিয়র ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয় আর প্রস্তুতি ম্যাচ হচ্ছে না।অর্থাৎ তৃতীয় ম্যাচ বাতিল করেই এই পর্ব শেষ করল টিসিএ। আবার কবে থেকে ফের ক্যাম্প শুরু হবে কিংবা দলকে বাইরে পাঠানো হবে কিনা তার কিছুই জানানো হয়নি।স্রেফ এক কোচ ক্রিকেটারদের জানিয়ে দেন টিসিএ বলেছে আজই এই পর্বের ক্যাম্প শেষ হলো। তৃতীয় ম্যাচটি হবে না। যদিও পেশাদাররা করে ফিরছে তা এখনও স্পষ্ট নয়। চিফ কোচ শশীকান্ত কবে আসছে তাও স্পষ্ট নয়।এদিকে আজ বি দল তাদের ইনিংসে ৪৯.৩ ওভারে ১৮২ রান তুললে এ দলের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ১৯৫ রানের।বি দলের হয়েসম্রাট সূত্রধর ৫৪ (৭৫) (৬০৪, ১০৬) রজত দে ৪৭ (৪৯) (৪×৪, ২০৬) ছাড়া আর কেউ তেমন রান পায়নি। বোলিংয়ে শুভম ঘোষ (৫-০-২৮-৪) ছাড়া অন্যরা তেমন বড় সাফল্য পায়নি। ম্যাচ জেতার জন্য দরকার ১৯৫ রান। তার জবাবে ৫০ ওভার এ দল পুরো ব্যাটিং করে ছয় উইকেটে ৩৪৬ রান তুলে।এ দলের পক্ষে বিক্রম দাস ৮০ বলে ৭১ (১২০৪) রান করে।প্রথম ম্যাচেও বিক্রম (৯৩) বড় রান পেয়েছিল।বিক্রম ছাড়াও শুভম ঘোষ ৫২ (৪৪) (৫×৪, ৪০৬) আট রান পায়।তবে রিয়াজ উদ্দিন প্রথম ইনিংসে শতরান করার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ বলে অপরাজিত ৭৪ রান করে। ১১টি চার ও ৩টি ছয় ছিল তার ইনিংসে।রিয়াজ উদ্দিন ছাড়াও অভিজিৎ সরকার ৩৩ বলে ৫৭ রান করে। তার ঝড়ো ইনিংসটি ছয়টি চার ও চারটি ছয়ে সাজানো ছিল। এই জুটি ২২২/৬ থেকে স্কোর ৩৪৬/৬ টেনে তুলে। জুটিতে ৫৮ বলে ১২৪ রান যোগ হয়। একেবারে টি-২০ মেজাজেই ছিল রিয়াজ অভিজিৎ জুটি। চিরঞ্জিৎ পাল (৮০/৩)।

Dainik Digital

Recent Posts

বিভৎস ট্রেন দুর্ঘটনা, ছিটকে গেল চলন্ত তিনটি মালগাড়ির কামরা!!

অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…

5 hours ago

চিনে আবার নতুন করে কোভিড নাইটিন!!

অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…

9 hours ago

দিল্লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ!!

অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…

10 hours ago

মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথির মুখ নরেন্দ্র মোদী!!

শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…

12 hours ago

ধন্যবাদার্হ!!

কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…

12 hours ago

নয়া জঙ্গি তৎপরতার উপর নজর রাখছে পুলিশ :ডিজিপি!!

অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…

14 hours ago