শেষ হল সরব প্রচার, ভোট কাল

এই খবর শেয়ার করুন (Share this news)

উপনির্বাচনের সরব প্রচার শেষ হয়েছে মঙ্গলবার । এদিন রাজনৈতিক দলগুলির প্রচার পর্ব শেষ হওয়ার সাথে সাথেই চারটি বিধানসভা কেন্দ্রকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে । প্রতিটি বিধানসভা কেন্দ্রজুড়ে জারি হয়েছে ১৪৪ ধারা । স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বুথকেন্দ্র চিহ্নিত করে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা । এদিন প্রচারপর্ব শেষ হতেই সদরের দুই বিধানসভা কেন্দ্র টাউন বড়দোয়ালী এবং আগরতলার ভোট প্রস্তুতির বিষয়ে অবহিত করেন পশ্চিম জেলাশাসক দেবপ্রিয় বর্ধন । ডিএম অফিসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তার সাথে ছিলেন দুই কেন্দ্রর রিটার্নিং অফিসার অসীম সাহা এবং শৈলেশ কুমার যাদব । ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার জে রেড্ডিও ।এ দিন সাংবাদিক সম্মেলনে জেলাশাসক দেবপ্রিয় বর্ধন জানান , ৬ আগরতলা বিধানসভা ভোটকেন্দ্র রয়েছে ৫৫ টি , যাতে ভোটার রয়েছেন ৫১ হাজার ৬৩৯ জন এবং ৮ – টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে ভোটকেন্দ্র রয়েছে ৫৬ টি, যাতে ভোটার রয়েছেন ৪৬ হাজার ৫৮৩ জন ।

তিনি আরও জানান , ইতিমধ্যেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ৮০ বছরের বেশি , বিশেষভাবে সক্ষম এবং কোভিড আক্রান্ত ভোটারদের ভোট নেওয়া হয়ে গেছে । এই দুটো কেন্দ্রে আইনশৃঙ্খলার কথা উল্লেখ করতে গিয়ে তিনি তিনি বলেন , নিয়মিত আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে । বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন সিএপিএফ জওয়ানেরা । ভোটগ্রহণের সময় প্রতিটি ভোটকেন্দ্রে করা হবে ওয়েবকাস্টিং ও ভিডিওগ্রাফি এবং প্রতিটি ভোটকেন্দ্রে থাকবেন মাইক্রো অবজারভার । এর সাথে সিএপিএফ জওয়ানেরা থাকবেন নিরাপত্তার জন্য । – দুটি বিধানসভা কেন্দ্রেই দুটো করে মডেল পোলিং স্টেশন করা হয়েছে । ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে মডেল বুথ হলো -৬/২৩ মৈত্রী ভারতী জেবি স্কুল এবং ৬/২৪ মিডেল বয়েজ সাউথ ওয়েস্ট বুথ । ৮ – টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে মডেল বুথ হলো ৮/১ রামনগর গার্লস হাই স্কুল পশ্চিমাংশ এবং ৮/২ রামনগর গার্লস হাই স্কুল উত্তর পশ্চিমাংশ । এর সাথে মহিলা ভোটকর্মী দ্বারা পরিচালিত ভোটকেন্দ্র দুটো বিধানসভা কেন্দ্রেই দুটো করে করা হয়েছে । তা হলো ৬ – আগরতলা বিধানসভা কেন্দ্রে ৬ এর ১ এবং ২ , আর ৮ – টাউন বড়দোয়ালী কেন্দ্রে ৮ –এর ১ এবং ২ নম্বর বুথ ।

জেলাশাসক জানান , নিরাপত্তাব্যবস্থা জোরদার করার জন্য ৬ আগরতলা বিধানসভা ক্ষেত্রকে ৮ টি সেক্টরে এবং ৮ – টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রকে ৭ টি সেক্টরে ভাগ করে নেওয়া হয়েছে । প্রতিটি সেক্টরেই থাকছেন সেক্টর ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সেক্টর অফিসার । এছাড়াও ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি করা হয়েছে এই দুটো বিধানসভা এলাকায় যা থাকছে ২১ জুন বিকাল ৫ টা থেকে ২৪ জুন সকাল ৫ টা পর্যন্ত। পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার জে রেড্ডি নিরাপত্তাব্যবস্থার বিষয় বিস্তারিতভাবে তুলে ধরতে গিয়ে জানান , নির্বাচনের জন্য ১২ কোম্পানি সিএপিএফ ও রাজ্য আরক্ষা বাহিনী রয়েছে । তাছাড়া থাকবে টিএসআর জওয়ানও । প্রতিটি ভোটকেন্দ্রে থাকবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ান । তিনি আরও জানান , দুটো বিধানসভা কেন্দ্রে ১১১ টি ভোটকেন্দ্র রয়েছে । এর মধ্যে ১৭ টি ভোটকেন্দ্র স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে । সদরের দুটো বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসাররা বলেন , ২১ জুন বিকাল ৫ টার পর থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে দুই বিধানসভা কেন্দ্রের ভেতরে থাকা বহিরাগতদের বিরুদ্ধে । এদিন ভোট প্রস্তুতি সরেজমিনে প্রত্যক্ষ করতে রাতে পশ্চিম জেলাশাসক এবং এসপি বিভিন্ন এলাকায় যান ।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

19 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

20 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

20 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

20 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

20 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

21 hours ago