শ্যামসুন্দরের স্বর্ণগ্রাম!!

 শ্যামসুন্দরের স্বর্ণগ্রাম!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-শুধু ব্যবসা নয়। শুধু ব্যবসায়িক মানসিকতা নিয়ে টাকা রোজগার নয়। সমাজের প্রতিও যারা সমানভাবে দায়বদ্ধ, তারাই প্রকৃত মানুষ,প্রকৃত সমাজসেবী। এই ক্ষেত্রে সবার আগে যে নামটি বলতে হয়, সেটি হলো রাজ্যের খ্যাতনামা জুয়েলারি ব্যবসায়িক প্রতিষ্ঠান শ্যামসুন্দর কোং জুয়েলার্স। এই মানিসিকতা থেকেই ২০০৯ সালে দুর্গম,এবং সবদিক থেকে পিছিয়ে থাকা ওয়ারেং বাড়ির একটি রিয়াং জনজাতি অধ্যুসিত গ্রামকে দত্তক নিয়েছিল শ্যামসুন্দর কো জুয়েলার্স। উদ্যেশ্য ছিল এই গ্রামটিকে তারা উন্নয়নের শিখড়ে তুলে এনে স্বর্ণগ্রামে পরিনত করবেন। শুরু হয় উদ্যোগ। প্রায় দেড় দশক ধরে নিরলস প্রয়াসের পর, আজ প্রকৃত অর্থেই ওয়ারেং বাড়ি স্বর্ণগ্রমে পরিনত হয়েছে। শ্যামসুন্দর সেই গ্রামে স্থাপন করেছে একটি স্কুল। যেখানে ১০৯ জন ছাত্রছাত্রী বর্তমানে শিক্ষা নিচ্ছেন। যেখান থেকে এ বছর দুজন গ্রেজুয়েশন কমপ্লিট করেছে। সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পৌঁছে দিতে সহায়তার পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা এবং নানা উন্নয়নে প্রয়াস চালিয়ে যাচ্ছে শ্যামসুন্দর। শুক্রবার সেই স্বর্ণ গ্রামের ১১৯ জন ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের আগরতলা শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখানোর ব্যবস্থা করে শ্যামসুন্দর। পাশাপাশি তাদের প্রতিষ্ঠানে এনে ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন উপহার তুলে দেয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামসুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা এবং অর্পিতা সাহা।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.