শ্যামা প্রসাদের বলিদান দিবস উদযাপন!
অনলাইন প্রতিনিধি || ৬ জুলাই ১৯০১ সালে জন্মগ্রহণ করেছিলেন পন্ডিত শ্যামা প্রসাদ মুখার্জি। তিনি ছিলেন একজন সুদক্ষ ভারতীয় রাজনীতিবিদ, ব্যারিস্টার এবং শিক্ষাবিদ। যিনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় ভারতের প্রথম শিল্প মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু লিয়াকত-নেহরু চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ করে, তিনি নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহায়তায় ১৯৫১ সালে ” ভারতীয় জনসংঘ” প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এই জনসংঘই ভারতীয় জনতা পার্টি নামে রূপান্তরিত হয়। ১৯৫৩ সালের ২৩ শে জুন তিনি মৃত্যুবরণ করেন। সেই থেকে প্রতিবছর ২৩ জুন দিনটি পন্ডিত শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস হিসাবে পালন করে আসছে বিজেপি। তারই অঙ্গ হিসাবে শুক্রবার রাজ্য বিজেপি দপ্তরেও পালন করা হয় পন্ডিত শ্যামাপ্রসাদের বলিদান দিবস। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিজেপি রাজ্য নেতৃত্বরা। বলিদান দিবসে দলীয় নেতৃত্ব ও পদাধিকারীদের সাংগঠনিক পাঠ দিলেন।