স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাটে বলের সমান আধিপত্য বজায় রেখে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে গেলো ভারতীয় মহিলা ক্রিকেট দল । দীপ্তি শর্মার দুর্দান্ত অলরাউণ্ড পারফরম্যান্সে এই জয় পেলো । আজ এখানে হরমনপ্রীত কাউর বাহিনী শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ চার উইকেটে জিতে নেয় । তাও ৭২ বল বাকি থাকতেই । অধিনায়ক হরমনপ্রীত কাউর ( ৪৪ ) , শেফালি ভার্মা ( ৩৫ ) , হারলীন দেওল ( ৩৪ ) , দীপ্তি শৰ্মা ( ২২ ) ও পূজা বস্ত্রকার ( ২১ ) অবিচ্ছিন্ন জুটিতে দল জয় যখন তুলে তখন ম্যাচের ৭২ টি বল বাকি ছিল ।
তবে ম্যাচ জয়ের কাজটা সহজ করে দিয়েছিল রেণুকা সিং ( ২৯/৩ ) , দীপ্তি শৰ্মাই ( ২৫/৩ ) । বল ব্যাটে এ দিন এক অসাধারণ অলরাউণ্ডার পারফরম্যান্স করে দীপ্তি শর্মা । এর পুরস্কারস্বরূপ ম্যাচের সেরাও হলেন দীপ্তি । তার আগে এ দিন ম্যাচে শ্রীলঙ্কা প্রথম বাটিং করে ৪৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৭৯ রান তুলে । এর জবাবে ভারত ৩৮ ওভার খেলে মাত্র ৬ উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয় । সুবাদে তিন ম্যাচের সিরিজে আপাতত ১-০ এগিয়ে গেলো ভারত । আর একটা ম্যাচ জিতলেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টির পর একদিনের সিরিজও জিতবে হরমনপ্রীত কাউরের দল ।
এদিন শ্রীলঙ্কার পক্ষে হামিনি পেরেরা ৫৪ বলে ৩৪ ভালো ব্যাটিং করে । তবে ৬৫ রানের মধ্যে চার উইকেট পতনে শ্রীলঙ্কা চাপে পড়ে যায় । হামিনি পেরেরা (৩৭ ) ও হর্ষিতা সামারা বিক্রমে ( ২৮ ) ভালো খেলে । হতাশ করে অধিনায়ক চামারি আতাপাত্তু ( ২ ) । রেণুকার প্রথম শিকার আতাপাত্তুই । তবে দলের সঙ্কটে নিলাস্কি ডে সিলভা ৬৩ বলে ৪৩ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে । পাশাপাশি ভালো খেলে অনুস্কা রণসিঙ্গে ( ১৮ ) ও ইনুকা রণবীরা ( ১২ ) । ভারতের পক্ষে রেণুকা সিং ২৯ বলে তিন উইকেট , দীপ্তি শর্মা ২৫ বলে ৩ উইকেট ও পূজা বস্ত্রকার ২৬ বলে ২ উইকেট দখল করে ।
ম্যাচ জেতার জন্য দরকার ৫০ ওভারে ১২৭ রান । শেফালি ভার্মার সঙ্গে ইনিংসের সূচনায় নামে স্মৃতি মান্ধানা কিন্তু শুরুতেই ৯ রানের মাথায় স্মৃতি ( ৪ ) ফিরে যায় । পেছনে ইয়াস্তিকা ভাটিয়াও ( ১ ) সাজঘরে ফিরে আসে । ১৭/২ । বেশ চাপেই তখন ভারত । এর মধ্যেই শেফালির ঝড়ো ৪০ বলে ৩৫ দলীয় স্কোর ৬১/৩ হয় । এ জায়গায় হরমনপ্রীত কাউর ও হারলীন দেওল জুটি বেধে স্কোর ১২৩/৪ টেনে নিয়ে যায় । হরমনপ্রীত ছু বলে ৪৪ রান করে আউট হয় তার ঠিক পেছনেই হারলীন দেওল ( ৩৪ ) ও ফিরে আসে । ১৫০/৫ । রীতা শর্মা ( ৬ ) যখন ফিরে আসে দলের স্কোর তখন ১৩৮/৬ । এ জায়গা থেকেই শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে দীপ্তি শৰ্মা ২২ ( ৪১ ) ও পূজা বস্ত্রকার ২১ ( ১৯ ) দলকে প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছে দেয় । শ্রীলঙ্কার পক্ষে ইনুকা রণবীরা ৩৯ রানে চার উইকেট দখল করে । দুই উইকেট তুলে অসদি রণসিঙে ।
অনলাইন প্রতিনিধি :-নাশকতার চেষ্টা। উত্তরপ্রদেশে অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেস। সোমবার…
জন্মলগ্ন হইতে যে সংঘাত সংঘর্ষের সূচনা হইয়াছিল-দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে এই পর্বের তুমুল…
অনলাইন প্রতিনিধি :-বিগত কয়েক সপ্তাহে সিঙ্গাপুর এবং হংকংয়ে বাড়তে থাকা করোনা আক্রান্তদের সংখ্যা হু হু…
অনলাইন প্রতিনিধি :-ভারতের স্থলবন্দর দিয়ে বেশ কয়েকটি বাংলাদেশি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার প্রেক্ষিতে সোমবার…
অনলাইন প্রতিনিধি :-পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ৷ আসন্ন বর্ষাকাল…
অনলাইন প্রতিনিধি :-আগামী ২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত দেশজুড়ে 'প্রি-খরিফ ক্যাম্পেইন'শুরু হবে। বিকশিত কৃষি…