Categories: খেলা

শ্রীলঙ্কার জয়েও সিরিজ ভারতের দখলেই

এই খবর শেয়ার করুন (Share this news)

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ক্রিকেট সিরিজ ৩-০ ব্যবধানে জেতা হলো না হরমনপ্রীত কাউর বাহিনীর। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে শ্রীলঙ্কা ভারতকে ৭ উইকেটে হারিয়ে ২-১-এ ব্যবধান কমালো। একই সঙ্গে আসন্ন ভার্মিং হোম কমনওয়েলথ গেমসের আগে শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দলও হারানো মনোবল ফিরে পেলো।
তবে সোমবারের ম্যাচের দুই দলের মধ্যে জয় পরাজয়ের আসল পার্থক্যটা গড়ে দেন একা শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুই।

তার ৪৮ বলে অপরাজিত ৮০ রান শ্রীলঙ্কাকে শেষ ম্যাচে জয়ের মুখ দেখায়। একইসঙ্গে তিন ম্যাচের একদিনের সিরিজের আগে দলের আত্মবিশ্বাসও ফিরিয়ে আনলেন শ্রীলঙ্কার অধিনায়ক।
এদিন ভারতীয় দল প্রথম আগে ব্যাটিংয়ের সুযোগ পায়। ২০ ওভার খেলে ভারত ৫ উইকেটে ১৩৮ রান তুলে। এর জবাবে শ্রীলঙ্কা ১৭ ওভার খেলে মাত্র তিনটি উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়।

সোমবার শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দল কিন্তু ম্যাচ জিতে সিরিজে হোয়াইট ওয়াস হওয়ার লজ্জা বাঁচালো। তবে এদিন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু একদম টি-২০ ক্রিকেটের মেজাজে ব্যাটিং করেন। ৪৮ বলে ৮০ রান। যাতে ১৪ টি বাউন্ডারি ছিল।
তার আগে ভারত প্রথম ব্যাটিং পায়। স্মৃতি মান্ধানা ২১ বলে ২২(৩x৪) রান করলেও শেফালি ভার্মা ৫ শুরুতেই ফিরে আসে। মান্ধানা ও এস মেঘনা (২২) মিলে দ্বিতীয় উইকেটে ৪১ রান যোগ করে।

 

মেঘনার ২৬ বলে ২২ রানের ইনিংসে তিনটি ৪ ছিল। ৪৮/২ হকে অধিনায়ক হরমনপ্রীত কাউর ৩৩ বলে ৩৯(৩x৪, ১x৬) একটা অধিনায়কোচিত ইনিংস খেলে। তার সঙ্গে অনবদ্য ব্যাটিং করে জেমাইয়া রডরিগুয়েজ (৩৩)। এই জুটিতে মূল্যবান ৬৮ রান যোগ হয়। জেমাইয়া আউট হলে হরমনপ্রীত পূজা বস্ত্রকারকে (১৩) নিয়ে দলীয় স্কোর ১৩৮/৫ পৌঁছে দেয়। শ্রীলঙ্কার পক্ষে সুগন্ধিকা কুমারী ও অমা কাঞ্চনা, অসদি রনসিঙ্গে, ইনুকা রনবীরা একটি করে উইকেট পায়।
ম্যাচ জেতার জন্য লক্ষ্যমাত্রা ১৩৯ রান । শ্রীলঙ্কা শুরুতেই ধাক্কা খায় ।

রেণুকা সিংহ প্রথম ওভারেই ফিরিয়ে দেয় ভিষমি গুণরত্নেকে ( ৫ ) । এরপর অধিধায়ক চামারি আতাপাত্তু ইর্ষিতা সামালা বিক্রমেকে ( ১৩ ) নিয়ে স্কোর ৩৭/২ টেনে তুলে । রাধা যাদব সামারা বিক্রমেকে ফিরিয়ে দেয় । ৩৭/২ থেকে দলীয় স্কোর ১১৪/৩ টেনে নিয়ে যায় চামারি । সঙ্গী পায় নিলাস্কি ডি সিলভাকে । নিলাস্কি ২৮ বলে ৩০ ( ৪ × ৪ ) আউট হলে চামারি আতাপাত্তু ৮০ ( অপ 🙂 কাভিসা ধিলারিকে ( ৭ ) নিয়ে তিন ওভার বাকি থাকতেই শ্রীলঙ্কা জয়ের লক্ষ্যে পৌঁছে যায় । চামারির অপরাজিত ৮০ রানের মধ্যে ১৪ টি চার ও ১ টি ছয় ছিল । শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু ৮০ রান ও ২ টি ক্যাচ ধরায় ফাইনালের সেরা হয় সিরিজের সেরা হয় ভারতের অধিনায়ক হরমনপ্রীত কাউর।

Dainik Digital

Recent Posts

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হানা!!

অনলাইন প্রতিনিধি :-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলে পড়ল জঙ্গিরা। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিরা এলোপাথাড়ি গুলি…

8 hours ago

রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে নীতিন সাক্ষাতে বিপ্লব!!

অনলাইন প্রতিনিধি :- জাতীয় সড়ক এনএইচ-৮ -এর ভগ্নাবস্থায় বিভিন্ন অংশ দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের…

13 hours ago

ধান উৎপাদনে দেশে ষষ্ঠ স্থানে ত্রিপুরা, জমি ফেলে রাখবেন না কৃষকদের আহ্বান রতনের!!

অনলাইন প্রতিনিধি :-গ্রাম হলো আমাদের শক্তি,কৃষক আমাদের অন্নদাতা' এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের কৃষি ক্ষেত্রকে…

13 hours ago

এবার কি ইউসিসি?

কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার। রামমন্দির প্রতিষ্ঠা।তিন তালাক প্রথা বাতিল।নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ (সিএএ)। ওয়াকফ…

13 hours ago

ধস নেমে চলাচল বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে!!

অনলাইন প্রতিনিধি :-প্রচন্ড বৃষ্টি ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জম্মু ও কাশ্মীরের রামবান জেলা…

1 day ago

না ফেরার দেশে পোপ ফ্রান্সিস!!

অনলাইন প্রতিনিধি :-ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সোমবার মৃত্য হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।দক্ষিণ…

1 day ago