শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট থেকে সৃষ্ট রাজনৈতিক উথালপাথাল পরিস্থিতিতে সংসদের অধ্যক্ষ মহিন্দা আবেয়বর্দেনা জানিয়েছেন শুক্রবার সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে উদ্যোগ শুরু হবে । বিভিন্ন দল তাদের প্রার্থী ঠিক করে জমা দিতে পারবে মনোনয়নপত্র । এমনকি নির্দল প্রার্থীও পারবে মনোনয়নপত্র জমা দিতে । ১৯ তারিখ পর্যন্ত চলবে এই প্রক্রিয়া । ২০ তারিখ রাষ্ট্রপতি নির্বাচন হবে । গতকাল দুপুর পর্যন্ত খবর ছিল সংসদের অধ্যক্ষ আবেয়বর্দেনা হবেন অস্থায়ী রাষ্ট্রপতি , অধিকাংশ সাংসদের ইচ্ছানুযায়ী । কিন্তু পরিস্থিতি পাল্টে যায় পরে । হয়ত এই রাষ্ট্র বিপ্লবকালে সাংসদদের সমর্থন যোগার দ্বারা রাষ্ট্রপতি হলে তিনিও বিক্ষোভকারী জনসাধারণের রোষানলে পড়বেন , এই চিন্তা গভীর হয় আবেয়বর্দেনার
এ জন্যই তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিতে চাইছেন না বলে শ্রীলঙ্কার বহু সাংসদের মনে হচ্ছে । রাষ্ট্রপতি গত শুক্রবার পালিয়েছেন সমুদ্রে । তিনি আগামীকাল ইস্তফা দিয়েছেন । অনির্বাচিত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংঘেও ইস্তফার আগ্রহ দেখাচ্ছেন । রবিবার বিরোধী নেতারা আলোচনা থেকে সিদ্ধান্ত নিয়েছেন , সর্বদলীয় সরকার গঠনের । সোমবার প্রধানমন্ত্রী বিরোধী নেতাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন , বর্তমান মন্ত্রিসভাও ইস্তফা দিতে চায় । কারণ সরকার নির্বাচিত হয়নি । মাহিন্দা রাজাপাক্সে তীব্র জনবিক্ষোভ দেখে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলে রনিল বিক্রমাসিংঘেকে প্রধানমন্ত্রী নিযুক্তি দেন রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাক্সে । এদিকে , বর্তমান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ইস্তফা না দেওয়া পর্যন্ত , তাদের যথাক্রমে সরকারী ও নিজস্ব বাসভবন থেকে বিক্ষোভকারীরা না ‘ সরার ’ ঘোষণা দিয়েছে ।
অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…
অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…