Categories: বিজ্ঞান

শ্রীলঙ্কা থেকে বিপন্ন প্রজাতির ১ লাখ বাঁদর কিনছে চিন।

এই খবর শেয়ার করুন (Share this news)

নিত্য-নতুন প্রযুক্তি আবিষ্কারের প্রশ্নে প্রায় প্রতি মাসেই চমক দিচ্ছে চিন। গবেষণা ও উন্নয়ন তাদের এখন নিত্যসঙ্গী। এবার সেই গবেষণার স্বার্থেই শ্রীলঙ্কা থেকে বিপন্ন প্রজাতির ১ লাখ বাঁদর কিনতে চলেছে চিন। অবশ্য চিনের সরকার কিনছে না, কিনছে দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠান। তবে শ্রীলঙ্কার তরফে গোটা বিষয়টি অবশ্য অস্বীকার করা হয়েছে। শ্রীলঙ্কার কৃষি মন্ত্রকের শীর্ষ কর্মকর্তা গুণদাসা সমরসিংহে সংবাদ সংস্থাকে বলেছেন, ‘চিনের একটি বেসরকারি প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে ১ লাখ বাঁদর কিনতে চাইছে। মূলত ওই প্রজাতির বানরের কাজ ফসল নষ্ট করা। আমরা চিনের ওই সংস্থাকে বাঁদর দেব ঠিকই, তবে এক লপ্তে পাঠাব না। ধীরে ধীরে পাঠাব।”
শ্রীলঙ্কার কৃষিমন্ত্রী অমরাবিরা বলেছেন,’নিজেদের চিড়িয়াখানায় রাখার জন্য চিনা প্রতিষ্ঠানটি আমাদের কাছ থেকে বাঁদরগুলি কিনবে। ১ লাখ বানর ১ হাজারের বেশি চিড়িয়াখানায় রাখা হবে ওরা আমাদের সঙ্গে চুক্তি করেছে।’গবেষণার জন্য চিন বিপন্ন প্রজাতির যে বাঁদর কিনছে, সেই প্রজাতির নাম “ টক ম্যাকাক’। শ্রীলঙ্কায় প্রায় ৩০ লাখ এই প্রজাতির বাঁদর রয়েছে। হিংস্র এই প্রজাতির বাঁদর কেবল ফসলই নষ্ট করে না,সেই সঙ্গে মানুষের উপরেও হামলা চালায়। ফসলের ক্ষতি করে ও মানুষের ওপরও হামলা চালায়।শ্রীলঙ্কায় টক ম্যাকাক প্রজাতির বাঁদর সে দেশে বিপন্ন প্রাণীর তালিকাভুক্ত। এমনকী ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারে (আইইউসিএন) সংকটাপন্ন প্রাণী হিসেবে লাল তালিকাভুক্ত টক ম্যাকাক বানর। ফলে বিতর্ক শুরু হয়েছে, বিপন্ন প্রজাতির একটি প্রাণীকে রক্ষা করার বদলে অন্য দেশকে সেই প্রাণী বিক্রি করে শ্রীলঙ্কা কি তাদের জর্জরিত অর্থনীতিকে চাঙ্গা করতে চাইছে? বিতর্ক থেকে নিজেদের বাঁচাতে সম্প্রতি রীতিমতো বিবৃতি দিয়ে বাঁদর কেনার বিষয়টি ‘তাদের জানা নেই’ বলে জানিয়েছে কলম্বোস্থিত চিনা দূতাবাস। বিবৃতিতে বলা হয়েছে, চিনে প্রাণী ও উদ্ভিদ আমদানি- রপ্তানি করে ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। তাদের হাতে শ্রীলঙ্কা থেকে চিনা কোনও কোম্পানির বাঁদর কেনার বিষয়ে তথ্য নেই। বিবৃতিতে আরও বলা হয়েছে, বিশ্বের যেসব দেশ বন্যপ্রাণীর অধিকার সংরক্ষণ আইন কঠোরভাবে মেনে চলে, চিন তাদের অন্যতম। তাই বন্যপ্রাণী সংরক্ষণকে বিশেষ গুরুত্ব দেয় চিন সরকার এবং এক্ষেত্রে যাবতীয় আন্তর্জাতিক আইন বেজিং প্রশাসন মেনে চলে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

6 hours ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

6 hours ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

6 hours ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

6 hours ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

1 day ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

1 day ago