অনলাইন প্রতিনিধি :-পাহাড়ি এলাকাগুলোর অন্যতম একটি অর্থকরী ফসল হলো তিল। এ রাজ্যে তিলের চাহিদাও রয়েছে ব্যাপক। তিলের তেল তৈরি থেকে শুরু করে বাঙালির বিভিন পুজো-পার্বনেও তিলের ব্যাপক চাহিদা রয়েছে। তবে চাহিদা অনুযায়ী বর্তমানে তিলের চাষ সেরকম পরিলক্ষিত হয় না। যার ফল স্বরূপ যেমন তিলের চাহিদা কমে গেছে তেমনি তিল পাওয়া ও মুশকিল হয়ে গেছে। সমতলে তো তিলের চাষ নেই বললেও ভুল হবে নাতবে এখনো তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে চোখ রাখলে কিছু কিছু জায়গায় জুম চাষের মধ্যে তিলের ফলনও লক্ষ্য করা যায়। উক্ত অঞ্চলের বিভিন্ন গ্রামগুলোতে জুমিয়ারা এখনো জুম চাষের মধ্যে তিলের চাষ করে যাচ্ছে। কিছু কিছু জুমিয়া আবার এই তিল চাষ করে বাজারজাতকরণের মাধ্যমেই নিজেদের জীবিকা নির্বাহ করছে। একজন জুম চাষী তিলের ফলন সম্পর্কে বলতে গিয়ে বলেন, প্রতিবছরই জুমের একটা অংশে তিলের চাষ করে থাকেন তিনি। যদি জুম চাষের উপযুক্ত জায়গা হয় তাহলে জুমে তিলের ফলন ভালো হয়। কিছু কিছু জায়গায় এবছর জুমে তিলের ফলন ভালো হয়নি। যে সকল জুম চাষি এবছর তিলের ফলনের উপর নির্ভরশীল হয়ে আছেন তারা এবছর কিছুটা ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান একজন জুম চাষী। কারণ ওই সকল এলাকায় এবার প্রথমদিকে অনাবৃষ্টির কারণে সঠিক সময়ে বীজ বপন করতে পারেনি জুম চাষিরা। তাছাড়া জুম চাষ করতে কোনো ধরনের সরকারি সাহায্যও উনারা পান না। যার ফলে একবার জুমের ফসল নষ্ট হয়ে গেলে সারা বছর তাদের সংসার প্রতিপালন করা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়।
অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…