এই খবর শেয়ার করুন (Share this news)

লোকসভার ভোট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সবকয়টি রাজনৈতিক দল।রাজ্যে ২ আসনে দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কর্মসূচি ঘোষিত হলেও ভোটের প্রস্তুতি মাসাধিককাল আগে থেকেই পুরোমাত্রায় শুরু হয়ে গেছে। যার প্রভাব সমাজের সব ক্ষেত্রেই অল্প বিস্তর পড়েছে। প্রশাসনিক কাজকর্ম থেকে স্বাভাবিক রুটিন ওয়ার্ক প্রায় সর্বত্রই নিজস্ব ছন্দে খানিকটা হলেও স্থবিরতা নেমে এসেছে। কিন্তু ভোট প্রস্তুতির কারণে সবচেয়ে বড়সড় প্রভাব পড়েছে হাসপাতালগুলোর ব্লাড ব্যাঙ্কে।বিভিন্ন রাজনৈতিক দল, তাদের শাখা সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা- এরাই মূলত সারা বছর বিভিন্ন এলাকায় বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে থাকে।রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলোতে সংরক্ষিত রক্তের একটা বড় অংশই আসতো এই রক্তদান শিবির থেকে।কিন্তু ভোটের ঢাকে কাঠি পড়তেই রাজনৈতিক দলগুলো তাদের সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় এবং অন্যান্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলো ভোটের ডামাডোলের কারণ গত প্রায় মাসাধিকাল ধরে তেমন কোনও বড় মাত্রায় শিবিরের আয়োজন করতে না পারায় রাজ্যের হাসপাতালগুলোতে রক্ত সংকট তীব্র হয়ে দেখা দিয়েছে।এমনিতে গরমের মরশুমে রক্তের সংকট খানিকটা বেড়ে যায়।কারণ গরমের সময় সাধারণ অবস্থাতেই রক্তদান শিবির কম হয় এবং যাও কিছুটা হয়, তাতে শিবিরে রক্তদাতার সংখ্যাটাও কমে যায়।এর সঙ্গে এইবার ভোটের কারণে রাজনৈতিক দলগুলো রক্তদান শিবির প্রায় পুরোটাই বন্ধ হয়ে গেছে।এই অবস্থার কারণে হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে প্লেটলেটের আকাল। প্রতিদিনই রাজ্যের প্রধান হাসপাতালগুলোতে রক্তের হাহাকার তীব্রতর হচ্ছে। পরিস্থিতি নাকি এতটাই উদ্বেগের, রোগীর আত্মীয়পরিজনদের রক্ত জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে প্রতিদিন।প্রায়শই হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সামনে রক্তের জন্য রোগীর পরিজনরা দীর্ঘ লাইন দিচ্ছেন।স্বাভাবিক সময়েই হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত রোগীর জন্য জুটে না। কারণ বলা হয়, রোগীর নির্দিষ্ট গ্রুপের রক্ত না পাওয়া গেলে রোগীর কোনও আত্মীয় বা ডোনারকে দিয়ে বিকল্প ব্যবস্থা করলে, তবেই ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত দেওয়া হবে। ফলে বর্তমান সংকটের মুহূর্তে রোগীর আত্মীয়স্বজনকে রক্ত জোগারের জন্য রক্তদাতা সংগ্রহ করতে কতটা দৌড়ঝাঁপ করতে হচ্ছে তা সহজেই অনুমান করা যায়। সেটা সম্ভব হলে তবেই মুমূর্ষু রোগীর চিকিৎসা হচ্ছে।রক্ত সংকটে ফিরে যেতে হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের।প্রসূতি এবং দূর্ঘটনাগ্রস্ত রোগীদের পাশাপাশি জরুরি অস্ত্রোপাচারে প্রয়োজনীয় যে সমস্ত রোগীদের রক্তের দরকার, তাদের অসহায়, বিপন্নতার কোনও ভাষা নেই। কিন্তু প্রশ্ন হল, গরমের মরশুমে রক্তের জোগানে ঘাটতি নতুন কোন বিষয় নয়। সেই সঙ্গে লোকসভা ভোটের জন্য সমস্যা আরও তীব্র হবে এটা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরে জানা ছিল।কোভিডের সময়েও রক্ত সংকটের কারণে
রক্তের রিকুইজিশন স্লিপ নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতাও জানে এই রাজ্যের মানুষ।তাহলে ভোট ও গরমের উত্তাপে রক্তের আকাল যেন না হয় সেটা
আগে থেকেই কেন নিশ্চিন্ত করা গেল না?একটা কথা এক্ষেত্রে পরিষ্কার বলে রাখা ভালো অতীত অভিজ্ঞতা থেকে যদি আমরা আগাম শিক্ষা নিতে না পারি, নিজেদের তৈরি করে রাখতে না পারি তাহলে এর দায় কে বহন করবে?স্বাস্থ্য দপ্তর কিংবা ব্লাড ব্যাঙ্ক কর্তারা রক্ত সংকটের কথা ঝেড়ে কেশে স্বীকার হয়তো করতে চাইবেন না।কিন্তু তাই বলে তো মানুষের হয়রানি, রক্তসংকট, দুর্ভোগ এগুলো তো অসত্য হয়ে যাচ্ছে না।যে কোনও কাজ সম্পূর্ণ করার জন্য দুই ধরনের প্রস্তুতি থাকে।কেউ পরীক্ষার আগে রাত জেগে পড়াশোনা করেন।কেউ পরীক্ষার অনেক আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেন।কেন এক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতি গ্রহণ করল না স্বাস্থ্য দপ্তর?একথা নির্দ্বিধায় বলা যায় পরিকল্পনার অভাবেই রাজ্যে এই রক্ত সংকটের জন্য দায়ি। তবুও বিপন্ন এই সময়ে দোষারোপ ছেড়ে স্বাস্থ্য দপ্তর, সরকার ও প্রশাসন এই মুহূর্তে ব্লাড ব্যাঙ্কের পুরানো নথি ঘেঁটে রক্তদাতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার পাশাপাশি জরুরি ভিত্তিতে ছোট আকারে নিয়মিত কিছু রক্তদান শিবিরের আয়োজন করার উদ্যোগ নিক।আর এই উদ্যোগ সবাই পাশেই থাকবে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

2 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

3 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

3 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago