সংসদে ১ম দিন রাজ্যে এএসআই সার্কেলের দাবি তুললেন বিপ্লব!

এই খবর শেয়ার করুন (Share this news)

সংবাদ প্রতিনিধি অনলাইন প্রতিনিধি।। শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই নজর কাড়লেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্য সভার নব নির্বাচিত সাংসদ বিপ্লব কুমার দেব। প্রথম দিনই তিনি রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরব হলেন। এদিন সংসদে ত্রিপুরায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি সার্কেল অফিস সূচনা করার দাবি তুললেন তিনি। এদিন বক্তব্য উপস্থানের আগে প্রথমেই রাজ্যসভার অধ্যক্ষ ও সমস্ত সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে তিনি বলেন, ত্রিপুরার একটি বৈচিত্র্যময় এবং অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে ।

মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির সহ , রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান যেমন উনকোটি, পিলাক, বক্সনগর ইত্যাদির গৌরবউজ্জ্বল ইতিহাস রয়েছে। ত্রিপুরার সাংস্কৃতিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলির সংরক্ষণ ও যথোপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে পর্যটন শিল্পের উন্নয়নের বিশাল সম্ভাবনা রয়েছে। কিন্ত রাজ্যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি সার্কেল অফিস না থাকায়, কমিউনিকেশন গ্যাপের ফলে এর সার্বিকতায় আংশিক স্লথতা পরিলক্ষিত হচ্ছে। ত্রিপুরায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI) সার্কেল অফিস প্রতিষ্ঠা করা হলে রাজ্য সরকারের সাথে সহযোগিতা বৃদ্ধি ও অগ্রাধিকারের ভিত্তিতে ত্রিপুরার প্রত্নতাত্ত্বিক স্থানগুলির সংরক্ষণের কাজ আরো গতি পাবে।

বিপ্লব দেব আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিশা নির্দেশনায় উত্তর পূর্বের সামগ্রিক বিকাশে গতি সঞ্চারিত হয়েছে l ডবল ইঞ্জিন সরকার, পর্যটন সহ এই ক্ষেত্রের বিকাশে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে l ত্রিপুরার বিপুল সম্ভাবনাময় ঐতিহ্য ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ অন্যান্য স্থানগুলিকে এএসআই-এর সংরক্ষণ ও সুরক্ষার আওতায় আনতে বিশেষ ভূমিকা নিতে পারে সার্কেল কার্যালয়টি । তৎসঙ্গে ত্রিপুরার পর্যটন ক্ষেত্রের বিকাশের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলকে ভারতের ‘অষ্টলক্ষ্মী’ হিসাবে রূপান্তরিতকরণে অগ্রণী ভূমিকা নেবে বলেও আশা ব্যাক্ত করেন শ্রী দেব l

Dainik Digital

Recent Posts

ফ্রি-ফ্রি-ফ্রি!

দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…

7 hours ago

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago