সংস্কারের অভাবে বন্ধ মাছ চাষ!!
অনলাইন প্রতিনিধি :-সংস্কারের অভাবে বন্ধ মাছ চাষ। ঘটনা উদয়পুর শহরে। জানা গেছে, অমর সাগর পশ্চিম পাড় এলাকায় মৎস্য তত্ত্বাবধায়কের কার্যালয়ের অধীনে থাকা পাঁচ থেকে সাতটি পুকুর সংস্কারের অভাবে বর্তমানে কচুরিপানা এবং জঙ্গলে পরিণত হয়েছে । বন্ধ হয়ে গিয়েছে মাছ চাষ । মৎস্য দপ্তরের দায়িত্বে থাকা আধিকারিকরা কোন ধরনের উদ্যোগ গ্রহণ করে মাছ চাষ করার জন্য এগিয়ে না আসার ফলে বর্তমানে বিভিন্ন গাছ-গাছালি কচুরিপানায় পরিণত হয়েছে । বাজারে প্রতিদিন চড়া দামে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ ।অমর সাগর পশ্চিম পাড় এলাকার স্থায়ী বাসিন্দারা দাবি তুলছে যদি মৎস্য দপ্তর থেকে সরকারিভাবে মাছ চাষ করে বিক্রি করা হতো তাহলে জনগণ সরকারি দামে খুব সহসায় মাছ ক্রয় করে নিয়ে আসতে পারতো। কিন্তু মৎস্য দপ্তরের কোন ধরনের মাছ চাষ না করার ফলে দিনের পর দিন একদিকে যেমন পুকুর ধ্বংস হচ্ছে অন্যদিকে অমর সাগরের সুস্বাদু মাছ খাবার থেকে বঞ্চিত হচ্ছে জনগণ । রাজ্যের মৎস্য মন্ত্রী সুধাংশু দাসের কাছে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জনগণ আবেদন জানান মন্ত্রী যেন উদয়পুর অমর সাগর পশ্চিম পাড় এলাকায় সফর করে এগুলিকে আবারও তার আগের রূপে যেন ফিরিয়ে নিয়ে আসে তার আবেদন জানান এলাকাবাসীরা ।