নিজস্ব ঘরানা এবং সংস্কারের মাধ্যমে বিজেপি সরকার মানুষের কাছে পৌঁছে গেছে। বহুদিনে এমনটা হয়েছে। কাজের মাধ্যমেই পদ্মশিবির এমনটা করতে পেরেছে। শুক্রবার গ্র্যাণ্ডিয়োস চৌমুহনীতে আগরতলা স্মার্টসিটি এবং আগরতলা পুর নিগমের তিনটি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তিনি এদিন কামান চৌমুহনী সংলগ্ন আইল্যাণ্ডে নবরূপে সজ্জিত শূন্য মাইলফলক ও আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম মাণিক্যের আবক্ষ মূর্তির উন্মোচন করেন। মহারাজার নামে ওই চৌমুহনীর এদিন নামকরণও করা হয়। তিনি এদিন উমাকান্ত একাডেমি, নন্দননগর ও আইজিএম হাসপাতালের
সামনে থিমেটিক বাস শেল্টার এবং মহারাজগঞ্জ বাজারে ফ্লাড জেনেজ পাম্প হাউসেরও উদ্বোধন করেন।মুখ্যমন্ত্রী বলেন, কাজের মাধ্যমে বিজেপি সরকার যে ভাবমূর্তি তৈরি করেছে তাতে বর্তমান সরকার চল্লিশ বারও ক্ষমতায় আসতে পারে। মুখ্যমন্ত্রী ডা. সাহা বলেন, তারা মানুষের জন্য কাজ করেছেন। খারাপ কিছু করেননি— এই আত্মবিশ্বাসে ভর করেই তারা তেইশে প্রত্যাবর্তনে নিশ্চিত ছিলেন। তিনি অবশ্য এও বলেন, প্রত্যাশা অনুযায়ী ফলাফল হয়নি।কিছুটা খামতি ছিল।মাঝে তাদের আত্মবিস্বাসে বিরোধীরা চির ধরাতে চেষ্টা করে বলেও তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার জাতি জনজাতি সকল অংশের মানুষকে সাথে নিয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চায়। শুধু কথায় নয়, কাজ করে দেখাতে চায় বর্তমান সরকার। জনজাতিদের উন্নয়নকল্পে পাঁচ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ডা. সাহা বলেন, তাদের অভিভাবক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনিই রাজ্যকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পথ দেখাচ্ছেন। উন্নয়ন ছাড়া প্রধানমন্ত্রীর মুখে অন্য কথা নেই বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদি সবসময়েই জনজাতিদের সম্মান প্রদর্শন করে থাকেন। সেই লক্ষ্যে এদিন কামান চৌমুহনী সংলগ্ন আইল্যাগুটির নাম মহারাজা বীর বিক্রম চৌমুহনী নামে নতুন নামকরণ করা হয়েছে। এই আইল্যাণ্ডেই আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হয়। এর ফলে এই জায়গাটিতে সুন্দর একটি পরিবেশ গড়ে উঠেছে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন।
তিনি বলেন, রাজ্য সরকার প্রধানমন্ত্রীর নীতি ও আদর্শকে পাথেয় করে রাজ্যের উন্নয়ন কর্মযজ্ঞকে অব্যাহত রাখতে নিরস্তর কাজ করে চলেছে। রাজ্যে সরকার শিক্ষা ও স্বাস্থ্য হাব গড়ে তুলতে চাইছে। পাশাপাশি সরকার মহিলাদের ক্ষমতায়ন ও তাদের আর্থসামাজিক মান উন্নয়নেও উদ্যোগ নিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, জি-টোয়েন্টি গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিনিধিগণ বৈঠক করতে ত্রিপুরায় আসছেন। ত্রিপুরার সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন কেন্দ্রগুলিকে বিদেশের প্রতিনিধিদের সামনে তুলে ধরা হবে যাতে তারা ত্রিপুরা সম্পর্কে আরও আকৃষ্ট হন। তিনি বলেন, ত্রিপুরার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই আগামী দিনে দেশে ত্রিপুরা একটি উন্নত রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হবে। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে আগরতলা শহরকে বিভিন্নভাবে সাজিয়ে তোলার প্রয়াস নেওয়া হয়েছে। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজমজুমদার বলেন,বতমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর নিগমের আগরতাল স্মার্ট সিটি প্রকল্পে আগরতলা শহরকে বিভিন্নভাবে সাজিয়ে তোলার প্রয়াস নেওয়া হয়েছে।অনুষ্ঠানে আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের চিফ এগজিকিউটিভ অফিসার ড. শৈলেশ কুমার যাদব আগরতলা পুর নিগম এবং আগরতলা স্মার্ট সিটির অন্তর্গত যে প্রকল্পগুলির আজ উদ্বোধন হয়েছে সেগুলির বিবরণ তুলে ধরেন। এছাড়া অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, আগরতলা পুর নিগমের অতিরিক্ত মিউনিসিপ্যাল কমিশনার মোঃ সাজ্জাদ,সমাজসেবী সঞ্জয় সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…