সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাল প্রদ্যোত

এই খবর শেয়ার করুন (Share this news)

তিপ্রাসা জনগোষ্ঠীর স্থায়ী সমাধান চান তিপ্রা মথা চেয়ারম্যান প্রদ্যোত কিশোর দেববর্মণ । মঙ্গলবার তিনি বলেন , ‘ গ্রেটার তিপ্রাল্যাণ্ড ’ ইস্যুতে কোনও ধরনের মতবিরোধ থাকলে চলবে না । সমগ্র তিপ্রাসা জনগোষ্ঠীকেই এক্ষেত্রে এক হয়ে কাজ করতে হবে । সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে তিপ্রা মথা সুপ্রিমো আরও স্পষ্ট করে জানিয়ে দিলেন যে, নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের হয়ে সাওয়াল করলে তা কখনওই সমাধান হবে না । বরং গোটা তিপ্রাসা জনগোষ্ঠীর স্বার্থে সব অংশের রাজনৈতিক দল , এনজিও , সামাজিক সংগঠনগুলিকেও এগিয়ে আসতে হবে । মথা সুপ্রিমো বলেন , নির্বাচনের আগে অনেকেই অনেক বড় বড় কথা বলে ক্ষমতায় আসার পর পদ নিয়ে বসে থাকে । কিন্তু মথা সব অংশের তিপ্রাসাদের জন্য স্থায়ী সমাধান চায় । খুব শীঘ্রই এজন্য তিনি বিভিন্ন রাজনৈতিক দল , এনজিও , সামাজিক সংস্থা এবং আরও অন্যদের সাথেও পৃথক পৃথকভাবে বৈঠক করতে চান বলে জানিয়েছেন । সার্বিকভাবে তিনি ১৪ লাখ তিপ্রাসা জনগোষ্ঠীর জন্য সাংবিধানিকভাবে স্থায়ী সমাধান চাইছেন বলেও জানান । আরও বলেন , কোনও রাজনৈতিক লাভালাভের জন্য নয় । কার্যত তিপ্রাসার অধিকার সুরক্ষিত করতেই এ ধরনের উদ্যোগ বলে তিনি জানান। সিএএ ইস্যু নিয়ে এমনকী ১০,৩২৩ ইস্যুতেও এদিন মুখ খুললেন প্রদ্যোত । তিনি বলেন , সোমবারও এ নিয়ে আইনজীবীদের সাথে দীর্ঘ আলোচনা হয় । যতদূর খবর , তাতে সর্বোচ্চ আদালত দেশের সরকারকে সিএএ ইস্যুতে ত্রিপুরা , আসাম এবং এককথায় গোটা উত্তর – পূর্বাঞ্চলের জন্যই পৃথক আইন চালুর কথা জানায় । মথা সুপ্রিমোর কথা অনুযায়ী আদালতের নির্দেশ , দেশের অন্যান্য রাজ্যগুলির সাথে উত্তর – পূর্বাঞ্চল তথা আসাম , ত্রিপুরাকে এক করে দেখলে চলবে না ।

আদালত সরকারকে এ বিষয়ে ৩১ অক্টোবর পর্যন্ত সময় দিয়ে নির্দিষ্ট এই সময়ের মধ্যে জবাব তলব করে। সিএএ ইস্যু নিয়ে এমনকী ১০,৩২৩ ইস্যুতেও এদিন মুখ খুললেন প্রদ্যোত । তিনি বলেন , সোমবারও এ নিয়ে আইনজীবীদের সাথে দীর্ঘ আলোচনা হয় । যতদূর খবর , তাতে সর্বোচ্চ আদালত দেশের সরকারকে সিএএ ইস্যুতে ত্রিপুরা , আসাম এবং এককথায় গোটা উত্তর – পূর্বাঞ্চলের জন্যই পৃথক আইন চালুর কথা জানায় । মথা সুপ্রিমোর কথা অনুযায়ী আদালতের নির্দেশ , দেশের অন্যান্য রাজ্যগুলির সাথে উত্তর – পূর্বাঞ্চল তথা আসাম , ত্রিপুরাকে এক করে দেখলে চলবে না । আদালত সরকারকে এ বিষয়ে ৩১ অক্টোবর পর্যন্ত সময় দিয়ে নির্দিষ্ট এই সময়ের মধ্যে জবাব তলব করে

Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

4 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

4 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

5 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago