মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই কোমড় বেঁধে মাঠে নেমে পড়েছেন মন্ত্রী সুধাংশু দাস। প্রতিনিয়ত বৈঠক করছেন নিজের দপ্তরের আধিকারিকদের সাথে। কখনো আবার আচমকাই নিজের দায়িত্বে থাকা দপ্তরের অধীন অফিসগুলো থেকে শুরু করে ছাত্রনিবাস পরিদর্শনে যাচ্ছেন তিনি। আবার বিভিন্ন দুর্নীতিমূলক কাজের বিরুদ্ধে নিজেই রুখে দাঁড়াচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বচ্ছ সরকার গড়ার ডাক দিয়েছেন। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন মন্ত্রী সুধাংশু দাস।
তবে এবার মুখ্যমন্ত্রীর অধীনে থাকা দপ্তরে আচমকা পরিদর্শনে যান মন্ত্রী।
উল্লেখ্য, সোমবার দুপুরে আচমকাই কুমারঘাট এসডিএম অফিস পরিদর্শনে যান মন্ত্রী শ্রী দাস। সেখানে কর্তব্যরত সমস্ত কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং সেখানকার কাজকর্মের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এদিন অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, এই দপ্তর যদিও মুখ্যমন্ত্রীর অধীনে রয়েছে কিন্তু মুখ্যমন্ত্রীর সবসময় সব জায়গায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখা সম্ভব হয়ে ওঠে না। তাই তিনি নিজে একজন রাজ্য সরকারের কেবিনেট মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হয়ে কাজ করছেন। এর মূল লক্ষ্য হল জনগনকে যেন কোনো ধরনের হয়রানির শিকার না হতে হয় কিংবা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়। পাশাপাশি সেখানে যা যা সমস্যা রয়েছে সেগুলোও দ্রুত নিরসনের জন্যও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
অনলাইন প্রতিনিধি :-এও এক 'মধুচক্র'। একে সুন্দরী, তার উপর গরিব এবং অসহায়তার গল্প। সহজেই ফাঁদে…
অনলাইন প্রতিনিধি :-নতুন নির্দেশ জারি করে হোয়াইট হাউস জানিয়ে দিল, এখন থেকে আর বিদেশি পড়ুয়া…
অনলাইন প্রতিনিধি :-কয়েক বছর ধরেই খোঁজ চলছিল।সন্ধান পেতে বিদেশেও পাড়ি দিয়েছিলেন কর্তাব্যক্তিরা। কিন্তু কোনও সুত্রেই…
অনলাইন প্রতিনিধি:- বুধবার সন্ধ্যায় ইহুদি জাদুঘরের এক অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় আমেরিকায় ইজরায়েলি দূতাবাসের…
অনলাইন প্রতিনিধি :-আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ ৷নেমকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন 'ইয়া আলি'র…
অনলাইন প্রতিনিধি :-পাক হাই কমিশনের আরও এক অফিসারকে এবার দেশ ছাড়ার নির্দেশ দিল কেন্দ্র। বুধবারই…