সত্তরোর্ধ বৃদ্ধা নিজ ঘরে খুন!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি,খোয়াই।। রবিবার সকালে খোয়াই থানাধীন পহরমুরা এলাকায় সত্তরোর্ধ্ব এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয় ঘরের বিছানা থেকে। মৃত মহিলার নাম লক্ষ্মী গোয়ালা। বয়স পঁচাত্তর। ঘটনার খবর পেয়ে ছুটে আসে খোয়াই থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থলে আসে ফরেনসিক টিম এবং ডগ স্কোয়াড।
পুলিশের প্রাথমিক অনুমান শনিবার রাতে ওই বৃদ্ধাকে তার নিজ ঘরেই খুন করা হয়েছে। পুলিশ তদন্তে নেমে ওই বৃদ্ধার ঘর থেকে একটি দা এবং একটি শাবল উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, বৃদ্ধার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। এলাকায় চাঞ্চল্য।
।