এই খবর শেয়ার করুন (Share this news)

নরেন্দ্র মোদির চারিত্রিক বৈশিষ্ট্য হলো, মনের মণিকোঠার বিষয়টিকে তিনি সামনে নিয়ে আসেন ‘অ্যাম্পিফ্লাই’ তথা বিবর্ধন করে।একেবারে মেগা ইভেন্টের রূপ দিয়ে নিজের ভাবনার ফলিত প্রয়োগ ঘটান তিনি।বাকিদের কাছে এই শৈলী অনুকরণযোগ্য বললে অত্যুক্তি হয় না।মোদি আদ্যন্ত রাজনৈতিক ব্যক্তিত্ব।যে কোনও সামান্য বিষয়কেও প্রচারের অস্ত্র হিসাবে ব্যবহারে তিনি অত্যন্ত পারঙ্গম।জি ২০-র আগেও ভারতের বুকে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।জি ২০ শিখর সম্মেলন কুড়িটি দেশে সীমাবদ্ধ।চল্লিশ বছর আগে,

১৯৮৩ সালে দিল্লীতে আজকের জি ২০-র মতোই ভারতের সভাপতিত্বে তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পৌরোহিত্যে জোটনিরপেক্ষ দেশগুলির শিখর সম্মেলনে শতাধিক দেশের রাষ্ট্র প্রধানরা এসেছিলেন।উপস্থিত হয়েছিলেন ফিদেল কাস্ত্রোর মতো নেতা। কিন্তু অত বড় সম্মেলন দিল্লীর বিজ্ঞান ভবনের পরিসরেই আবদ্ধ ছিল।সেখানে জি ২০-কে বস্তুত পাড়াস্তরের আলোচনায় পৌঁছে দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী।আকস্মিকভাবে পাঁচদিনের অকাল সংসদ অধিবেশনের ডাক দিয়েও বিষয়টিকে মেগা ইভেন্টের পর্যায়ে নিয়ে যান তিনি। ইত্যবসরে পাখা মেলে জল্পনা ও চর্চা।ধোঁয়াশার অবসান ঘটেছে।বোঝা গেছে, সরকারের সংক্ষিপ্ত এই অধিবেশনের লক্ষ্য মহিলা সংরক্ষণ বিল।উদ্দেশ্য মহৎ, কিন্তু বাস্তবায়নের সম্ভাবনা কার্যত শূন্য।আপাতত বিষয়টি পর্বতের মূষিক প্রসবের অধিক কিছু নয়।নতুন সংসদ ভবনে অধিবেশনের প্রথমদিন রাজ্যসভায় যে বিলটি কেন্দ্রীয় আইনমন্ত্রী পেশ করেছেন সেখানেই বলা আছে,এই আইন আসন পুনর্বিন্যাসের পরে কার্যকর হবে।লিপিতে আছে, ‘বিল ২০২৩’, কিন্তু অন্তত ২০২৯ সালের আগে তা চালু হওয়ার সম্ভাবনা নেই।ফলে চব্বিশের লোকসভা দূর-অস্ত,আটাশে ত্রিপুরা বিধানসভা নির্বাচনেও এই আইন কার্যকর হওয়ার সম্ভাবনী ক্ষীণ।সব মিলিয়ে এই আইন কবে কার্যকর হবে কেউ জানে না।আগের ইউপিএ সরকারের সঙ্গে এই বিলের মূল ফারাক হলো, পাঁচ নম্বর ধারা। তাতে বলা হয়েছে, আসন পুনর্বিন্যাসের পরে মহিলা সংরক্ষণ বিল কার্যকর হবে। নিয়ম অনুযায়ী, আসন পুনর্বিন্যাসের আগে জনগণনা করাতে হবে। ২০১১ সালে শেষ জনগণনা হয়েছিল। ২০২১ সালে ফের তা হওয়ার কথা থাকলেও কেন্দ্র কোভিডের যুক্তি দিয়ে তা পিছিয়ে দিয়েছে।এখন জনগণনা হওয়ার কথা ২০২৪-২৫ সালে। সেটা শেষ করতে অন্তত এক বছর সময় লাগবে। তার পরে আসন পুনর্বিন্যাস কমিশন গঠন হবে।সেই কমিশন সংরক্ষণের মাপকাঠি প্রকাশ করবে। ২০২৬ সালে আসন পুনর্বিন্যাস হলে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বেড়ে সম্ভবত আটশোর উপরে চলে যাবে। কোন্ রাজ্যে কতগুলি আসন বাড়বে, তা নিয়েও শুরু হবে রাজনৈতিক সংঘাত। এর কারণ জনসংখ্যা নিয়ন্ত্রণে বিভিন্ন রাজ্যের ভূমিকা। তামিলনাড়ু, কেরল ও পশ্চিমবঙ্গের মতো রাজ্য জনসংখ্যা নিয়ন্ত্রণে ভালো কাজ করেছে,তুলনায় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো গো- বলয়ের রাজ্যগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি।সেই সুবাদে ওই রাজ্যগুলিতে লোকসভা ও বিধানসভার আসনসংখ্যা বেড়ে যাবে।এর ফলে লোকসভা এবং রাজ্যসভায় বিশেষত অ-হিন্দিভাষী রাজ্যগুলির তুলনামূলক প্রতিনিধিত্ব কমে যাবে। ফলে তা নিয়েও একপ্রস্থ রাজনৈতিক বিরোধ অবশ্যম্ভাবী।যদি এখনই আইন করে এই বিল চালু করা না যায় তাহলে তড়িঘড়ি বিশেষ অধিবেশন ডেকে ওই বিল পাস করানোর কী প্রয়োজন পড়লো ?বছরের শেষ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচনের আগে মোদি সরকারের নিছক রাজনৈতিক চমকের একটি ইভেন্টও এটি হতে পারে। হতে পারে বিষয়টিকে প্রচারের তুঙ্গে নিয়ে গিয়ে দেশের অর্ধেক আকাশকে কাছে টানার রাজনৈতিক কৌশল।কারণ বিজেপির অন্দরেই সকলে এই বিলের পক্ষে নন। যেমন যোগী আদিত্যনাথ স্বয়ং।

২০১০ সালে মনমোহন সরকার রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিল পাস করিয়ে তা লোকসভায় পাস করানোর চেষ্টা করলে সে সময় গোরক্ষপুরের সাংসদ আদিত্যনাথ সোচ্চারে এর বিরোধিতা করেছিলেন। ফলে সর্বাগ্রে বিজেপির মধ্যে এ নিয়ে ঐকমত্য তৈরি হওয়া জরুরির মতো ইত্যাকার সমীকরণ মাথায় রেখেও বলা যায়, নারীসমাজের সশক্তিকরণে তিনি যে সদা তৎপর, প্রধানমন্ত্রী সেই বার্তাই দিতে চেয়েছেন।সংসদে সংখ্যার জোর এবং কংগ্রেস, তৃণমূলের মতো বিরোধী দলগুলির সম্মতিতে পাঁচদিনের চলতি অধিবেশনেই এই বিল পাস হয়ে যাবে। দিনের শেষে নিক্তির হিসাবে দাঁড়াবে, মহিলা সংরক্ষণের প্রশ্নে অন্য প্রধানমন্ত্রীরা যা করে দেখাতে পারেননি, তাই করে দেখালেন নরেন্দ্র মোদি।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নরেন্দ্রমোদীর অফিসে রাহুল গান্ধি, সঙ্গে মজুত ছিলেন দেশের প্রধান বিচারপতিও!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…

5 hours ago

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

11 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

13 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

13 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

14 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

14 hours ago