ইংল্যান্ডে চেস্টারের একটি হাসপাতালে একের পর এক সদ্যোজাতকে খুন করেছিলেন লুসি নামে কর্মরত এক নার্স। সেই সঙ্গে আরও ছয় নবজাতককে হত্যা করার চেষ্টা করেছিল সে। সেই নার্সের মুখোশ খুলে পুলিশে ধরিয়ে দিতে সাহায্য করেছিলেন ব্রিটেনে নিবাসী ওই হাসপাতালের ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক রবি জয়রাম। ব্রিটেন নিবাসী ওই চিকিৎসকের তদারকিতেই ওই নার্সকে পাকড়াও করে পুলিশ।সাত শিশুকে (৫টি ছেলে, ২টি মেয়ে) খুনের অভিযোগে গত শুক্রবার ওই নার্সকে দোষী সাব্যস্ত করেছিল ব্রিটেনের আদালত। এই মামলার পর্যবেক্ষণে বিচারক লুসিকে আধুনিক ইতিহাসে ব্রিটেনের সবচেয়ে বড় ‘চাইল্ড সিরিয়াল ‘কিলার’ বলে অভিহিত করেছেন।সাত সদ্যোজাতকে খুন এবং আরও ছয় সদ্যোজাতকে খুনের চেষ্টায় গত সোমবার ৩৩ বছর বয়সি লুসি লেটবি নামের ওই নার্সকে আজীবন কারাদণ্ডের নির্দেশ দিল ব্রিটেনের আদালত। ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারের বিচারক ওই সাজা ঘোষণা করে রায় দেন, ‘দোষী’ নার্স জীবনে কোনওদিন ছাড়া পাবেন না।লুসির উদ্দেশে বিচারক বলেন, ‘দেখে আশ্চর্য লাগছে, আপনার কোনও অনুশোচনা নেই।’ লুসি চেস্টারের হাসপাতালের নবজাতক পরিচর্যা ইউনিটে (নিও নাটাল কেয়ার) কর্মরত ছিলেন ওই বিভাগেই কর্মরত চিকিৎসক রবি জয়রামের তৎপরতায় পুলিশে ধরা পড়ে লুসি। পরে আক্ষেপ করে ডাক্তার জয়রাম বলেছিলেন, পুলিশ আগে তৎপর হলে ওই শিশুগুলির প্রাণ বেঁচে যেত। ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক জয়রাম স্থানীয় সংবাদমাধ্যমকে সোমবার বলেন, ‘লুসিকে নিয়ে আমার প্রথম সন্দেহ দানা বাঁধে ২০১৫ সালে। সে বছরের জুন মাসে তিন সদ্যোজাতর মৃত্যু হয় হাসপাতালে।সেই সঙ্গে আরও বেশ কয়েকটি শিশুর মৃত্যু হয়। তার পরেই ওই নার্সের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। আমি এবং আমার সঙ্গে হাসপাতালের আরও কয়েকজন চিকিৎসক বিষয়টা হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আনি।২০১৭ সালের এপ্রিল মাসে এ ব্যাপারে পুলিশের দ্বারস্থ হতে চিকিৎসকদের অনুমতি দেয় ইংল্যান্ডের সরকারি স্বাস্থ্য পরিষেবা ‘ন্যাশনাল হেলথ সার্ভিস’।পুলিশে বিষয়টি জানানোর পরেই জিজ্ঞাসাবাদ করা হয় লুসিকে। এর পর ২০১৮ সালের জুলাই মাসে তাকে গ্রেফতার করা হয়।যদিও লুসি লেটবি দাবি করেন, তিনি নির্দোষ। হাসপাতালের গাফিলতি ঢাকতেই নাকি তাকে ফাঁসানো হয়েছে। গত শুক্রবার ম্যাঞ্চেস্টারের নিম্ন আদালত তাকে দোষী সাব্যস্ত করে। সোমবার সাজা ঘোষণা করা হল ।
অনলাইন প্রতিনিধি :-বুধবার পাকিস্তানের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত বরাবর বড়সড় মহড়া দিতে চলেছে ভারতের বায়ুসেনা।…
অনলাইন প্রতিনিধি :-একদিকে আর্থিক সংকট অপরদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল…
অনলাইন প্রতিনিধি :এবছর কমলপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৩৮০ নম্বর…
অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…
বিয়ের ছয়দিনের মাথায়, মধুচন্দ্রিমা যাপনে গিয়ে চোখের সামনে জঙ্গিদের বুলেটে স্বামীকে হারানো স্ত্রীর বুকফাটা কান্না…
দৈনিক সংবাদ অনলাইন :-বর্তমানে সারা বিশ্বের প্রতিদিনে খাদ্য তালিকা খাদ্যের আঁশের ওপর বেশ জোর দেওয়া…