সনাতন ধর্মের উপর আঘাত আসছে বলে মন্তব্য করেন রাজ্যের কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। বৃহস্পতিবার আগরতলা মহনাম অঙ্গনে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। প্রভু জগদ্বন্ধু সুন্দরের সার্ধশতবর্ষ ও শুভ আবির্ভাব স্মরণোৎসব উদযাপনের পাশাপাশি, শ্রীশ্রী মহানাম অঙ্গনের ৪২ তম প্রতিষ্ঠা দিবস এবং নবনির্মিত ভক্তাবাসের দ্বারোদঘাটন উপলক্ষে নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তারই অঙ্গ হিসেবে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় স্বেচ্ছা রক্তদান উৎসব। উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।
পাশাপাশি ৫০ শয্যা বিশিষ্ট ভক্তাবাসের দ্বারোদঘাটন করেন কাশি থেকে আগত সন্ন্যাসী শিবানন্দ বাবা ।
রতন লাল নাথ ছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা।
রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন, আমরা আমাদের অমূল্য জীবন সঠিকভাবে কাজে লাগাচ্ছি না। মানব সেবায় আমাদের জীবন কাজে লাগাতে হবে। সনাতন ধর্মের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন বর্তমানে সনাতন ধর্মের উপর বিভিন্নভাবে আঘাত আসছে। মানুষ বুঝে গেছে মানব সেবাই আসল ধর্ম। এ জন্যই মানুষ শ্রাদ্ধ বাসর ,বিবাহ বাসর সহ বিভিন্ন অনুষ্ঠানে রক্তদান করছে। রক্তদানে রাজ্য এখন চাহিদার থেকে যোগানে অনেক এগিয়ে আছে। তাই রাজ্যবাসীকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। আজকের এই রক্তদান শিবির কে কেন্দ্র করে ভক্তদের মধ্যেও বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।
অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…