সন্তান বিক্রিতে তোলপাড় প্রশাসন!!
অনলাইন প্রতিনিধি :-তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি ব্লকের অধীন বংশীপাড়ায় অসহায় জনজাতি পরিবারে জন্ম দেড় দিনের শিশু কন্যাকে ত্রিশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয় রাজ্য প্রশাসনে।
নড়ে চড়ে বসে রাজ্য সরকারও। খোয়াই জেলা প্রশাসনের নির্দেশে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনে গঠন করা হয় টিম। সেই টিম বিক্রি করা শিশুটিকে খুঁজে বার করতে জোর তল্লাশি শুরু করে বিভিন্ন জায়গায়।
মুঙ্গিয়াকামি, খুমুলুঙ সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পর অবশেষে গোমতী জেলার করবুক থেকে সংশ্লিষ্ট শিশুটিকে শনিবার ভোর আনুমানিক চারটা নাগাদ উদ্ধার করতে সক্ষম হয় প্রশাসন। বর্তমানে সংশ্লিষ্ট শিশুটি এবং তার মা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছে।
খবর পেয়ে সকালে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে যান জেলাশাসক চাঁদনি চন্দ্রন।
তিনি হাসপাতালে চিকিৎসাধীন সংশ্লিষ্ট শিশু কন্যা এবং তার মায়ের সাথে সাক্ষাৎ করে পুরো ঘটনা সম্পর্কে অবহিত হন। এদিকে, শিশু কন্যার জন্মদাতা পিতা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, অভাবের কারণেই শিশু কন্যাকে বিক্রি করেছেন।