অনলাইন প্রতিনিধি :-তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি ব্লকের অধীন বংশীপাড়ায় অসহায় জনজাতি পরিবারে জন্ম দেড় দিনের শিশু কন্যাকে ত্রিশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয় রাজ্য প্রশাসনে।
নড়ে চড়ে বসে রাজ্য সরকারও। খোয়াই জেলা প্রশাসনের নির্দেশে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনে গঠন করা হয় টিম। সেই টিম বিক্রি করা শিশুটিকে খুঁজে বার করতে জোর তল্লাশি শুরু করে বিভিন্ন জায়গায়।
মুঙ্গিয়াকামি, খুমুলুঙ সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পর অবশেষে গোমতী জেলার করবুক থেকে সংশ্লিষ্ট শিশুটিকে শনিবার ভোর আনুমানিক চারটা নাগাদ উদ্ধার করতে সক্ষম হয় প্রশাসন। বর্তমানে সংশ্লিষ্ট শিশুটি এবং তার মা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছে।
খবর পেয়ে সকালে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে যান জেলাশাসক চাঁদনি চন্দ্রন।
তিনি হাসপাতালে চিকিৎসাধীন সংশ্লিষ্ট শিশু কন্যা এবং তার মায়ের সাথে সাক্ষাৎ করে পুরো ঘটনা সম্পর্কে অবহিত হন। এদিকে, শিশু কন্যার জন্মদাতা পিতা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, অভাবের কারণেই শিশু কন্যাকে বিক্রি করেছেন।
অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…
অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…