অনলাইন প্রতিনিধি :-ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি অধিকাংশ আসনে জয়ী হয়েছে।এর জন্য শাসক দলকে দায়ী করছে বাম কংগ্রেস।বৃহস্পতিবার বিজেপি রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই প্রেক্ষিতে বিরোধী দলগুলিকে তুমুল আক্রমণ করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।তিনি বলেন, কৈলাসহর, ঋষ্যমুখসহ বিভিন্ন ব্লকে বিরোধীরা লড়াই করতে পারলেও সাংগঠনিক দুর্বলতার জন্য অন্যত্র তারা পারছেন না।এর জন্য দায় নিতে হবে শাসক শিবিরকে? সন্ত্রাসের ইস্যুতে বিরোধীদের পাল্টা আক্রমণ করে বিজেপি রাজ্য সভাপতি বাম আমলের সন্ত্রাসের প্রসঙ্গ মেলে ধরেন। তিনি ২০১৪ সালের পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গও বিস্তৃত পরিসরে মেলে ধরে বামেদের বিরুদ্ধে তোপ দাগেন।প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিধানসভা কেন্দ্রে সন্ত্রাসের প্রসঙ্গও তিনি মেলে ধরেন। রাজ্যের বিরোধী দলগুলোর অভিযোগ, শাসক দলের সন্ত্রাসের কারণে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বেশ কিছু আসনে প্রার্থী দিতে পারেনি বিরোধী প্রার্থীরা।সে বিষয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, বিরোধীদের কাছে লোক নেই টাকার বিনিময়ে প্রার্থী দিচ্ছেন।বিশালগড়ে এমন ঘটনা ঘটেছে।তিনি বলেন, এর প্রেক্ষিতে তাদের কাছে প্রমাণও রয়েছে।টাকা দিয়েও রাজ্যের বিরোধী দলগুলো প্রার্থী দিতে পারছে না বলেও তিনি উল্লেখ করেন।তিনি আরও বলেন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হবে ৮ আগষ্ট।ভোট গণনা হবে ১২ আগষ্ট।গত ১৮ জুলাই মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল এবং ২২ জুলাই মনোনয়ন প্রত্যাহার করার শেষদিন।গ্রাম পঞ্চায়েতের আসন ৬,৩৭০টি।এর মধ্যে ৪,৭০৪টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল বিজেপি জয়ী হয়েছে।নির্বাচন হবে ১,৬৬৬টি আসনে।পঞ্চায়েত সমিতির আসন রয়েছে ৪২৩টি আসনের মধ্যে শাসক দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ২৪৪টি আসনে।ভোট হবে ১৭৯টি আসনে।জেলা পরিষদের আসন রয়েছে ১১৬টি।এরমধ্যে শাসক দল বিজেপি ২০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেছে।ভোট হবে ৯৬টি আসনে। বিপুল সংখ্যক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে যাওয়ায় রাজ্যবাসী সহ বিজেপি কর্মীদের অভিনন্দন জানিয়েছেন শ্রী ভট্টাচার্য।তিনি কুর্নিশ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহাকেও।তিনি বলেন, যেসব আসনে ভোট হচ্ছে ওইসব আসনগুলোতেও পদ্ম শিবির নিশ্চিতভাবে বিজয়ী হবে।কারণ কাজের নিরিখে মানুষ বিজেপির পাশেই রয়েছেন।সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনেও মানুষ পদ্ম শিবিরের সাথেই ছিলেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক অমিত রক্ষিত বলেন, নির্বাচনে ৭১ শতাংশ আসনে জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা।জিলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের ২৯ শতাংশ আসনে ভোটগ্রহণ পর্ব হতে চলেছে।সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচন পর্ব সম্পন্ন হতে চলেছে।এদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সহসভাপতি তাপস ভট্টাচার্য সহ অন্যরা ছিলেন।
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…
অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…
অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…
একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…