সন্ত্রাস নিয়ে যুব সংগ্রামের বিশেষ সংখ্যা!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, আগরতলা।। গত ৮ সেপ্টেম্বর ২০২১ইং আগরতলা মেলারমাঠ সিপিআইএম পার্টি অফিসে আক্রমণ সহ ঘটে যাওয়া একাধিক ঘটনাবলি নিয়ে ডি ওয়াই এফ আই তাদের যুব সংগ্রাম পত্রিকার একটি বিশেষ সংখ্যা প্রকাশ করে বৃহস্পতিবার। এদিন রাজ্য পুলিশের প্রধান কার্যালয়ের সামনে এই বিশেষ পত্রিকা সংখ্যার উদ্বোধন করা হয়। তার কারণ, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ আজ পর্যন্ত কোনও পদক্ষেপ গ্রহণ করে নি। তারই প্রতিবাদ জানিয়ে এদিন পুলিশের প্রধান কার্যালয়ের সামনেই এই কর্মসূচি পালন করা হয়।